হোম /খবর /খেলা /
Ind vs Eng: পুণে-র মাঠে ভারতের পরিসংখ্যান দুদ্ধর্ষ, ভয়ে কাঁপছে ইংল্যান্ড

Ind vs Eng: পুণে-র মাঠে ভারতের পরিসংখ্যান দুদ্ধর্ষ, ভয়ে কাঁপছে ইংল্যান্ড

Indian Cricket Team -Photo- AFP

Indian Cricket Team -Photo- AFP

পুণে পরিসংখ্যানে আশায় বুক বাঁধছেন সমর্থকরা, আপনি জানেন তো...

  • Last Updated :
  • Share this:

#পুণে: ভারত বনাম ইংল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজ (India vs England, 1st ODI) মঙ্গলবার থেকে শুরু হচ্ছে৷ ওয়ান ডে সিরিজ৷ ওয়ান ডে সিরিজে তিনটি ম্যাচ খেলা হবে৷ পুণের এমসি স্টেডিয়ামে যে ক্রিকেট খেলা হবে তাতে ব্যাটসম্যান ও বোলার দু পক্ষেরই যথেষ্ট প্রভাব থাকবে৷ ভারত ইংল্যান্ডকে প্রথমে  টেস্ট সিরিজে হারিয়েছে তারপর টি টোয়েন্টি সিরিজেও দারুণ জয় পেয়েছে টিম ইন্ডিয়া৷ এবার তাদের ফোকাসে ওয়ানডে সিরিজ৷ কারণ তাদের পরপর জয় পেয়ে স্বাভাবিকভাবেই জয়ের খিদে আরও বেড়ে গেছে৷ এদিকে ইংল্যান্ডও এই সিরিজ জিতে ওয়ানডে ক্রমতালিকার এক নম্বর দল হওয়ায় নিজেদের সম্মান বজায় রাখার চেষ্টা করবে৷

পুণের এই স্টেডিয়ামে বাইশ গজের লড়াই শুরু হওয়ার আগে জেনে নিন এই মাঠ সংক্রান্ত কয়েকটি গুরুত্বপূ্র্ণ পরিসংখ্যান৷  পাশাপাশি জানুন টিম ইন্ডিয়ার বেশ কিছু রেকর্ড৷

ভারত ২০১৭ সালে এই মাঠে ইংল্যান্ডকে ৩ উইকেটে হারিয়েছে৷ তখন ইংল্যান্ডের অধিনায়ক ছিলেন জো রুট৷ যদিও এমসিএ স্টেডিয়ামে ভারতের জয়ের হার মাত্র ৫০ শতাংশ৷ টিম ইন্ডিয়া এই মাঠে ৪টি-র মধ্যে ২ টি ম্যাচে হেরেছে আর ২ টি ম্যাচে জিতেছে৷ এমসিএ স্টেডিয়ামে প্রথম ইনিংসে গড় রান ২৯১ আর দ্বিতীয় ইনিংসে গড় রান ২৬৫৷ ৪ টি ম্যাচের মধ্যে ২-২ টি ম্যাচে জয় পাওয়ার হারও ২-২ ব্যাটিং ও ফিল্ডিং সাইডের৷ এই মাঠে সবচেয়ে বেশি স্কোর ৩৫৬৷ যা ভারত ইংল্যান্ডের বিরুদ্ধেই বানিয়েছিল৷ আর সবচেয়ে কম স্কোর ২৩২ যা ও ভারতেরই করা৷

পুণেতে বিরাট কোহলির দারুণ পরিসংখ্যান৷ এই স্টেডিয়ামে সবচেয়ে বেশি রান বিরাটের নামে৷ তিনি মোট ৩১৯ রান করেছেন৷ তার মধ্যে দুটি শতরান রয়েছে আর রয়েছে একটি অর্ধশতরান৷  বিরাট কোহলির ব্যাটিং গড় প্রায় ৮০৷

বোলিংয়ে ভুবনেশ্বর কুমার এমসিএ-তে ৪ উইকেট নিয়েছেন৷ এই মাঠে সবচেয়ে বেশি উইকেট রয়েছে বুমরাহের ঝোলায় তিনি নিয়েছেন ৮ উইকেট৷
এই মাঠের পিচ ব্যাটসম্যানদের সহায়ক৷ কিন্তু খেলা যেমন যেমন গড়াবে তেমনিই সেখান থেকে স্পিনাররা সুবিধা পাবেন৷

এই সিরিজ ডে নাইট হওয়ায় খেলা দুপুর ১.৩০ তে শুরু হবে৷ খেলা সম্প্রচার হবে স্টার স্পোর্টস চ্যানেলে৷ এছাড়া অনলাইন স্ট্রিমিং দেখা যাবে জিও টিভি ও হট স্টারে৷

Published by:Debalina Datta
First published:

Tags: India vs england, Virat Kohli