#সিডনি: না, হোয়াইটওয়াশ হল না। ৩-০ ব্যবধানে জিততে পারল না ভারত। সিডনিতে শেষ ম্যাচ জিতে সম্মান রক্ষা করল অস্ট্রেলিয়া। একদিনের সিরিজ হারের বদলা নেওয়া ছিল লক্ষ্য। টি টোয়েন্টি সিরিজে প্রথম দুটি ম্যাচ জিতে আত্মবিশ্বাসের তুঙ্গে ছিল টিম ইন্ডিয়া। এদিনও টস জিতে অস্ট্রেলিয়াকে ব্যাট করতে পাঠান বিরাট কোহলি। ওয়েড এদিনও দুরন্ত ব্যাট করলেন। তার সংগ্রহ ৮০। এদিনও এই বাঁহাতি ওপেনার আক্রমণাত্মক ছন্দে ব্যাট করলেন। ম্যাক্সওয়েল করলেন ৫৪। স্মিথ ২৪ রান করলেন। ওয়াশিংটন সুন্দর দু'টি, নটরাজন এবং শার্দুল একটি করে উইকেট পেলেন।ব্যাট করতে নেমে প্রথম ওভারেই ম্যাক্সওয়েলের বলে বড় শট খেলতে গিয়ে আউট হয়ে গেলেন রাহুল। ফর্মে থাকা ব্যাটসম্যান এদিন কোনো রান করতে পারলেন না। শিখর ধাওয়ান বিরাট কোহলির সঙ্গে পার্টনারশিপ করেছিলেন। কিন্তু ২৮ করে সেপ সনের বলের মারতে গিয়ে উইকেট দিয়ে এলেন। সঞ্জু স্যামসন ১০ আজও ধারাবাহিকতা দেখাতে পারলেন না। একা লড়াই করলেন অধিনায়ক বিরাট কোহলি। ৬১ বলে ৮৫ রানের ইনিংস এল ভারতীয় অধিনায়কের ব্যাট থেকে। চারটি বাউন্ডারি এবং তিনটি ওভার বাউন্ডারি মারেন তিনি। টাই য়ের বলে ড্যানিয়েলের হাতে ধরা পড়েন বিরাট। হার্দিক পান্ডিয়া ১৩ বলে ২০ রানের ইনিংস খেলে ভয়ঙ্কর হয়ে ওঠার ইঙ্গিত দিচ্ছিলেন। কিন্তু জাম্পার বলে বড় শট খেলতে গিয়ে ক্যাচ আউট হয়ে ফিরলেন। শেষদিকে শার্দুল এবং সুন্দর চেষ্টা করেছিলেন, কিন্তু কাছাকাছি টেনে এনেও জেতাতে পারলেন না। ম্যাচটা শেষ পর্যন্ত ১২ রানে জিতে নিল অস্ট্রেলিয়া
Written by- Rohan Roy Chowdhury
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: India vs Australia, Virat Kohli