#সিডনি: নতুন বছরে রেস্তোঁরায় খাবার খেতে গিয়ে জোর বিতর্কে পড়েছেন ভারতীয় দলের পাঁচ ক্রিকেটার৷ কিন্তু সকলেরই করোনা ভাইরাস নেগেটিভ হওয়ায় পুরো দলের সঙ্গেই মেলবোর্ন থেকে সিডনি যাত্রা করছেন এই পাঁচ ক্রিকেটারও৷ রোহিত শর্মা (Rohit Sharma) সহ ঋষভ পন্থ, শুভমান গিল, পৃথ্বী শ ও নভদীপ সাইনি বিরুদ্ধে করোনা ভাইরাস থেকে বাঁচার জন্য বায়ো বাবল ব্রেক করেছিলেন ৷ তাই তাঁদের বিরুদ্ধে পুরো বিষয়টি খতিয়ে দেখা হয়েছে৷
টাইমস অফ ইন্ডিয়া -র খবর অনুসারে পাঁচ ক্রিকেটারকে অস্ট্রেলিয়ার মাঠে অনুশীলনের সময় একে অপরের থেকে দূরত্ব বজায় রেখে অনুশীলন করতে বলা হয়েছে৷ আইসোলেশন থেকে এঁরা অনুশীলন করবেন৷ সূত্রের খবর অনুযায়ি ভারতীয় থিঙ্ক ট্যাঙ্ক জানিয়ে দিয়েছে কোনও ক্রিকেটারই নিয়মের উল্লঙ্ঘন করেননি৷ বা তাঁরা কোনও নিয়ম ভেঙেছেন তা এখনও প্রমাণিতও হয়নি৷ তবে এই পাঁচজনকে পুরো দলের সঙ্গে দেখা করতে মানা করা আছে৷
তবে পরীক্ষানিরীক্ষার জন্য কোনও টাইমলাইন দেওয়া হয়নি৷ অনুশীলনে সকলকে সুরক্ষিত দূরত্ব বজায় রাখতে হবে৷ একজন বোলার ১৮ ইয়ার্ড দূর থেকে ব্যাটসম্যানকে বল করবেন৷ ফিল্ডিংয়ের সময় তাঁদের বাউন্ডারি রোপের ধারে থাকতে হবে৷
ভারতীয় ক্রিকেট বোর্ড (BCCI) নিজের ক্রিকেটারদের সঙ্গে থাকবেন৷ তাদের দাবি কোনও ভাবে বায়ো বাবল ব্রেক হয়েছে টিম ইন্ডিয়া তা মানছে না৷ প্রটোকল অনুযায়ি খালি ক্রিকেটারদের সামাজিক দূরত্ব পালন করতে হবে৷ ভারতীয় বোর্ড জানিয়েছে ক্রিকেটারদের রেস্তোঁরায় খাওয়ার অনুমতি রয়েছে৷ মেডিকেল বোর্ডের সঙ্গে কথা বলে সকলের থেকে তাঁদের আলাদা রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: India vs Australia, Rohit Sharma