#মেলবোর্ন : ২৬ ডিসেম্বর ভারত ঐতিহাসিক বক্সিং ডে টেস্ট (Boxing Day Test) খেলবে৷ অস্ট্রেলিয়ার সেরা ক্রিকেট স্টেডিয়াম মেলবোর্নে হবে খেলা৷ ভারত ও অস্ট্রেলিয়ার মধ্যে বর্ডার গাভাসকর ট্রফির দ্বিতীয় টেস্ট ম্যাচ এটি৷ অ্যাডিলেডে লজ্জাজনক হারের পর ভারত এই টেস্টে ঘুরে দাঁড়াতে মরিয়া৷ দ্বিতীয় ইনিংসে ৩৬ রানে আউট হওয়ার পর ভারতের সামনে নিজেদের প্রমাণ করার এটা সুযোগ৷ মেলবোর্ন টেস্টে বেশ কয়েকটি বড় বদল আসছে৷
বিরাট কোহলি পিতৃত্বকালীন ছুটিতে দেশে ফিরেছেন৷ এই অবস্থায় দ্বিতীয় টেস্টে অধিনায়ক হচ্ছেন অজিঙ্ক রাহানে৷ পৃথ্বী শ -র বদলে শুভমান গিল খেলবেন৷ গত বছর ওয়ান ডে -তে অভিষেকের পর এবার তাঁর টেস্ট অভিষেক হবে টেস্ট ম্যাচে৷
ALERT🚨: #TeamIndia for 2nd Test of the Border-Gavaskar Trophy against Australia to be played in MCG from tomorrow announced. #AUSvIND pic.twitter.com/4g1q3DJmm7
— BCCI (@BCCI) December 25, 2020
শুভমান গিল পৃথ্বী শ-কে সরিয়ে দলে ঢুকেছেন৷ পৃথ্বী শ-র টেকনিকজনিত কারণে কিছু সমস্যা হচ্ছে ৷ বিদেশের মাটিতে গিয়ে সেই অসুবিধা সামনে এসেছে৷ পৃথ্বী প্রথম ইনিংসে শূন্য রানে ও দ্বিতীয় ইনিংসে চার রানে আউট হন৷ পৃথ্বী শরীর থেকে দূরে রেখে ক্রিকেট খেলার চেষ্টা করছেন৷ ওঁর ব্যাট ও প্যাডের মধ্যে বড় গ্যাপ রয়েছে৷ তাঁর জন্য তিনি শট খেলতে পারছেন না৷ আইপিএলেও পৃথ্বী-র পারফরম্যান্স বেশ খারাপ ছিল৷ আইপিএলের শেষ আটটি ইনিংসে যথাক্রমে ১৯, ৪, ০,০, ৭, ১০, ৯, ০ রান করেছিলেন৷ এরপর তাঁকে ড্রপ করে দেওয়া হয়৷ অস্ট্রেলিয়ায় অনুশীলন ম্যাচ সহ ৬ টি ইনিংসে মাত্র ৬৬ রান করেছেন৷ অন্যদিকে শুভমান গিল নিজের ফার্স্ট ক্লাস রেকর্ড দিয়ে টেস্ট দলে জায়গা করে নিয়েছেন৷ গিল মাত্র ২৩ ম্যাচে ৬৮.৭৮ গড়ে ২২৭০ রান করেছেন৷ এতে ৭ টি শতরান ও ১১ টি অর্ধশতরান রয়েছে৷ ফার্স্টক্লাস ক্রিকেটে গিলের গড়ে প্রায় ৭৪৷
অ্যাডিলেডে চোট পাওয়া মহম্মদ শামির জায়গায় অভিষেক হচ্ছে মহম্মদ সিরাজের৷ শামির না খেলাটা ভারতের জন্য বড় ধাক্কা৷ ২০১৮-১৯ মরশুমে তিনি ৮ ইনিংসে ১৬ উইকেট নিয়েছিলেন৷ তিনি দ্বিতীয় সর্বোচ্চ উইকেট শিকারি ছিলেন৷ এদিকে সিরাজ একদিনের ক্রিকেট ও টি টোয়েন্টিতে খেলেছেন এবার ভারতের জার্সিতে টেস্ট অভিষেক হবে তাঁর৷ ফার্স্টক্লাস ক্রিকেটে ৬৭ ইনিংসে তিমি ৪৪.৯স্ট্রাইক রেটে ১৫২ উইকেট নিয়েছেন৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: India vs Australia, KL Rahul, Rishabh Pant, Subhman Gill