#সিডনি: অস্ট্রেলিয়ার মাটিতে ভারতীয় দলের হারের ধারা অব্যহত৷ প্রথম একদিনের ম্যাচে ৬৬ রানে হারের পর, দ্বিতীয় ম্যাচেও ৫১ রানে হার স্বীকার করতে হয়েছে মেন ইন ব্লুকে৷ সিডনির মাঠে দুটি ম্যাচের পরেই সিরিজ খুইয়েছে টিম ইন্ডিয়া৷ ম্যাচে টসে জেতার পর অস্ট্রেলিয়া ম্যামথ ৩৮৯ রান তোলে৷
স্টিভ স্মিথ ভারতের বিরুদ্ধে পরপর তৃতীয় শতরান সেরে ফেললেন৷ এদিন দলের তালিকায় মোয়েস অনরিক্স ছাড়া সব অস্ট্রেলিয়ান ক্রিকেটাররা এদিন অর্ধশতরান করেছে ৷
প্রথম একদিনের ম্যাচে নভদীপ সাইনির খারাপ পারফরম্যান্সের পরেও চোট থাকা এই বোলারকেই দ্বিতীয় ম্যাচেও খেলান বিরাট কোহলি৷ প্রথম একদিনের ম্যাচে ৮০ রান দিয়েছিলেন তিনি৷ তাঁর খারাপ পারফরম্যান্স সত্ত্বেও কোহলি তাঁকেই খেলান৷ এদিন তিনি ৭ ওভারে ৭০ রান দেন৷ তার বোলিংয়ে কোনওরকম নিয়ন্ত্রণ ছিল না৷ একাধিক ওয়াইড দেন৷ শেষ ওভারেও তিন ১৫ রান দেন যাতে দুটি ছয় ছিল৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: India vs Australia, Virat Kohli