#কলম্বো: ভারতীয় ক্রিকেট দলের (Indian Cricket Team) উইকেটরক্ষক -ক্রিকেটার ইশান কিষাণ (Ishan Kishan) শ্রীলঙ্কার বিরুদ্ধে নিজের অভিষেক ম্যাচে (IND vs SL 1st ODI) ধামাকাদার ইনিংস খেলেন৷ তিন নম্বরে ব্যাট করতে নেমে তিনি অর্ধশতরান করেন৷ তিনি ৪২ বলে ৫৯ রান করেন৷ ইশান নিজের ইনিংসে ৮ টি চার ও ২ টি ছক্কা মেরেছেন৷ টি টোয়েন্টি অভিষেকেও তিনি অর্ধশতরান করেছিলেন, ফলে দুটি ফর্ম্যাটের অভিষেকেই অর্ধশতরান করা তিনিই প্রথম ভারতীয় ক্রিকেটার হলেন৷
ইশান ভারতীয় দলের ষষ্ঠ ওভারে ব্যাট করতে নামেন ৷ তিনি একদিনের ক্রিকেটের অভিষেকের প্রথম বলেই ছক্কা মারেন ধনঞ্জয় ডি সিলভা (Dhananjaya de Silva) লম্বা ছক্কা হাঁকান৷ ম্যাচের পরে তিনি সম্প্রচারকারী সংস্থার ইন্টারভিউতে অজয় জাদেজাকে (Ajay Jadeja) নিজের ছয় মারার সিক্রেট শেয়ার করেন৷
Ishan Kishan hit his first ball in ODIs for a six. What a start to his ODI career. Earlier this year, Suryakumar Yadav hit his first ball in T20Is for a six #SLvIND pic.twitter.com/YOu0ud49mT
— Sarang Bhalerao (@bhaleraosarang) July 18, 2021
তিনি জানিয়েছেন প্রথম বলেই ছক্কা মারবেন এমনটা তিনি প্ল্যান করেই মাঠে নেমেছিলেন৷ সব সতীর্থই এই কথা জানতেন৷ তিনি এই বলে নেমেছিলেম যে বোলার যে বলই করুক প্রথম বলে ছক্কা মারবই৷ তিনি জানিয়েছেন দিনটা তাঁর ছিল৷ আর তাই সবকিছুই তাঁর হিসেবমতো হচ্ছিল৷ তিনি বলেছেন, ‘‘আজ আমি অভিষেক করি, তাছাড়া উইকেটও ব্যাটসম্যান সহায়ক ছিল৷ আমি আমার প্রথম একদিনের ম্যাচ খেলছিলাম৷ আমার মনে হয়েছিল আমি শ্রীলঙ্কান ক্রিকেটারদের ওপর হামলা করতে পারি তাই আমি এমন করেছি৷’’
তিনি আরও জানিয়েছেন , ‘‘এই বিশেষদিনটি আমার জন্মদিন ছিল৷ আর আমি আমার প্রথম ওয়ানডে খেলছিলাম৷ প্রত্যেকে রিটার্ন গিফট চায় তাই সময় ভালো খেলে ও দলকে জেতাতে সাহায্য করতে চেয়েছিলাম৷’’
কোচ রাহুল দ্রাবিড় আগেই জানিয়ে দিয়েছিলেন তিন নম্বরে ব্যাট করতে নামবেন ইশান কিষাণ৷ অনুশীলনের সময়েই দ্রাবিড় স্যার তাঁকে একথা জানিয়ে রেখেছেন বলেছিলেন ইশান৷ তাই নতুন বলেই অনুশীলন সেরেছিলেন তিনি৷
ইশান নিজের অর্ধশতরানের ইনিংসের সময় প্রতি বলে লম্বা শট মারার চেষ্টা করেন৷ ফলে বিভিন্ন সময় উইকেট হারানো থেকে বাঁচতে হয়৷ ধাওয়ানও তাঁকে ধীরে সুস্থে খেলার পরামর্শ দিয়েছেন৷ তাতেও দমার পাত্র নন তরুণ ইশান৷ তিনি নাকি তাঁর সিনিয়রকে বলেন ওসব নিয়ে মাথা না ঘামাতে আর তাঁকে স্ট্রাইক দিতে৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Ishan kishan, Viral Video