Home /News /sports /
Ind vs SL: ফের শুরু! মাঠ ঢাকছে কভারে, প্রথম টি টোয়েন্টি ঘিরে বৃষ্টির ভ্রূকূটি

Ind vs SL: ফের শুরু! মাঠ ঢাকছে কভারে, প্রথম টি টোয়েন্টি ঘিরে বৃষ্টির ভ্রূকূটি

Photo- BCCI

Photo- BCCI

দুঃসংবাদ

 • Share this:

  #গুয়াহাটি  : টসে জিতে শুরুটা ভালো হলেও তারপর এখনও অবধি সুসংবাদ হল না ৷ গুয়াহাটিতে বৃষ্টি শুরু হওয়ায় নির্ধারিত সময়ে শুরু হল না  বারসাপারা স্টেডিয়ামে প্রথম টি -টোয়েন্টি ম্যাচ ৷ তবে প্রথমে  একটু একটু করে বৃষ্টি তীব্রতা কমলেও, ফের আটটা পনেরোর মাঠ প্রযবেক্ষণের সময় ফের শুরু হয় বৃষ্টি ৷ পরের মাঠ পর্যবেক্ষণ রাত ৯ টায়৷ এভাবে পিছোলে ম্যাচ কখন শুরু হবে আর ম্যাচের দৈর্ঘ্য কত হবে তা নিয়ে প্রশ্ন থাকছে ৷

  ভিজে ভাবটা নিঃসন্দেহে ভারতের টপ অর্ডারের জন্য আরও একটু চ্যালেঞ্জ ছুঁড়ে দেবে বৃষ্টি হওয়ার জন্য ৷

  অনুশীলনের সময় চোট পেয়েছিলেন ভারতীয় অধিনায়ক বিরাট কোহলি৷ কোহলির নিজের কড়ে আঙুল চোট নিয়ে চিন্তা থাকলেও রবিবার বিরাটই ভারতের অধিনায়ক হিসেবে টস করতে নামার সঙ্গে সঙ্গেই উধাও দুশ্চিন্তা ৷ এদিন টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন ভারত অধিনায়ক বিরাট কোহলি ৷

  এদিন মণীশ পান্ডে, রবীন্দ্র জাডেজা, যজুবেন্দ্র চাহাল ও সঞ্জু  স্যামসনকে বাদ রেখে প্রথম একাদশ বেছে নেওয়া হয়েছে ৷ দলে রয়েছেন -

  Shikhar DhawanKL RahulVirat Kohli (c)Shreyas IyerRishabh Pant †Shivam DubeWashington Sundar,Shardul ThakurKuldeep YadavJasprit BumrahNavdeep Saini

  এদিন টসে জিতে মাটিতে ভেজা ভাব থাকা সত্ত্বেও স্কোর তাড়া করাকেই পছন্দের অপশন বাছেন কোহলি ৷

  দেখে নিন টসের মুহূর্ত

  ৷ শ্রীলঙ্কা বনাম ভারত প্রথম T20  ম্যাচের আগের দিন অনুশীলনের সময় হাতে চোট পান কোহলি ৷ ক্যাচিং সেশনের সময়েই হাতে চোট পান তিনি ৷ ভারতীয় দলের  অনুশীলনের প্রথম পর্বে এই চোট হয় ৷ ভারতীয় দলের ফিজিও নীতিন প্যাটেল সঙ্গে সঙ্গে সেই জায়গায় পৌঁছন ৷ তিনি ম্যাজিক স্প্রে লাগান ৷ এদিনের অনুীশলনে ছিলেন না রবীন্দ্র জাডেজা ৷ বৃহস্পতিবার তিনি দলের সঙ্গেই গুয়াহাটিতে এসেছিলেন ৷

  কোনও ফর্ম্যাটেই তিনি জিততে পারেননি ৷ কোহলি ১২ বছর আগে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক ঘটিয়েছেন , আর তারপর থেকে কোনও দ্বিপাক্ষিক সিরিজ ভারতের বিরুদ্ধে জিততে পারেনি টিম শ্রীলঙ্কা ৷ টানা ১৬ টি ম্যাচ খেলেছে তারা ৷ ২০১৪ সালে টি টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে শ্রীলঙ্কার কাছে হারে ভারত ৷
  আরও দেখুন -
  Published by:Debalina Datta
  First published:

  Tags: India vs Sri Lanka, Virat Kohli, বিরাট কোহলি

  পরবর্তী খবর