#গুয়াহাটি : আউটফিল্ড পারফেক্ট কিন্তু পিচের বেশ কিছু জায়গায় হালকা ভিজেভাব থাকার কারণে এক বল না খেলেও পরিত্যক্ত হয়ে ভারত বনাম শ্রীলঙ্কা প্রথম টি টোয়েন্টি ম্যাচ ৷ পিচের মধ্যে সামাণ্যতম ভিজে অংশ ব্যাটসম্যান ও বোলারদের জন্য অত্যন্ত বিপদজনক হতে পারে ৷ আর সেই সতর্কতার কথা মাথায় রেখেই ২০২০-র প্রথম ম্যাচ বাতিল হল ৷ পিচের ওপর থেকে কভার সরানোর সময় কোনোভাবে পিচে সামাণ্য জল ঢুকে যাওয়াতেই এই বিপত্তি ধারণা ওয়াকিবহাল মহলের ৷ যদিও গোটা সময় মাঠে দর্শকরা হাজির ছিলেন ৷ তাঁরা আশায় ছিলেন যে হয়ত দৈর্ঘ্য কমলেও ম্যাচ হবে, কিন্তু সেটা হল না ৷
এদিকে এই সিরিজে আরও দুটি ম্যাচই বাকি রইল ৷ সামনেই টি টোয়েন্টি বিশ্বকাপ ৷ তার আগে এই সিরিজগুলিতেই বেশ কিছু ক্রিকেটারের ফের নিজেদের প্রমাণের সুযোগ ছিল ৷ তারমধ্যে অন্যতম শিখর ধাওয়ান ৷ ২০১৯ বিশ্বকাপ চলাকালীন চোট পেয়েছিলেন গব্বর সিং৷ এই সিরিজে কামব্যাক করলেও তাঁর প্রথম সুযোগ হাতছাড়া হল ৷ রোহিত শর্মা না খেলায় এই সিরিজে সহজ জায়গা ফেরত পেয়েছেন ভারতের পাওয়ারফুল ওপেনার ৷ ফলে সিরিজের বাকি ম্যাচে নিজের বিস্ফোরণ ঘটানো নিশ্চিত করতেই হবে ধাওয়ানকে ৷
পাঁচ ওভারের ম্যাচ খেলা হলেও তা শুরু হতে হত ৯ টা ৪৬ -র মধ্যে, গুয়াহাটির প্রথম টি টোয়েন্টিতে কোনও বল গড়াল না ৷ রাত নটায় মাঠ পর্যবেক্ষণ করতে আসেন অনিল চৌধুরী ও নীতিন মেনন৷ মাঠের বেশ কিছু জায়গা রয়েছে ভিজে ভাব ৷ বিভিন্ন ভাবে মাঠ শুকনো করার জন্য মাঠ কর্মীরা প্রচন্ড কাজ করেন ৷ এমনকি হেয়ার ড্রায়ার, আয়রনও নিয়ে আসা হয় ৷ পরের মাঠ পর্যবেক্ষণ রাত সাড়ে নটায় মাঠে নামেন ক্রিকেটার ও আম্পায়ররা ৷
Guwahati, you beauty#INDvSL pic.twitter.com/QuZAq7i1E3
— BCCI (@BCCI) January 5, 2020
গুয়াহাটিতে বৃষ্টি শুরু হওয়ায় নির্ধারিত সময়ে শুরু হল না বারসাপারা স্টেডিয়ামে প্রথম টি -টোয়েন্টি ম্যাচ ৷ তবে প্রথমে একটু একটু করে বৃষ্টি তীব্রতা কমলেও, ফের আটটা পনেরোর মাঠ প্রযবেক্ষণের সময় ফের শুরু হয় বৃষ্টি ৷
The waiting game continues. Next inspection at 9 PM IST.#INDvSL https://t.co/53G5EicMe7
— BCCI (@BCCI) January 5, 2020
অনুশীলনের সময় চোট পেয়েছিলেন ভারতীয় অধিনায়ক বিরাট কোহলি৷ কোহলির নিজের কড়ে আঙুল চোট নিয়ে চিন্তা থাকলেও রবিবার বিরাটই ভারতের অধিনায়ক হিসেবে টস করতে নামার সঙ্গে সঙ্গেই উধাও দুশ্চিন্তা ৷ এদিন টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন ভারত অধিনায়ক বিরাট কোহলি ৷
এদিন মণীশ পান্ডে, রবীন্দ্র জাডেজা, যজুবেন্দ্র চাহাল ও সঞ্জু স্যামসনকে বাদ রেখে প্রথম একাদশ বেছে নেওয়া হয়েছে ৷ দলে রয়েছেন -
Shikhar Dhawan, KL Rahul, Virat Kohli (c), Shreyas Iyer, Rishabh Pant †, Shivam Dube, Washington Sundar,Shardul Thakur, Kuldeep Yadav, Jasprit Bumrah, Navdeep Saini
এদিন টসে জিতে মাটিতে ভেজা ভাব থাকা সত্ত্বেও স্কোর তাড়া করাকেই পছন্দের অপশন বেছেছিলেন কোহলি ৷
দেখে নিন টসের মুহূর্ত
Captain @imVkohli has won the toss and elects to bowl first in the 1st @Paytm T20I against Sri Lanka.#INDvSL pic.twitter.com/V2a6ujWHrK
— BCCI (@BCCI) January 5, 2020
৷ শ্রীলঙ্কা বনাম ভারত প্রথম T20 ম্যাচের আগের দিন অনুশীলনের সময় হাতে চোট পান কোহলি ৷ ক্যাচিং সেশনের সময়েই হাতে চোট পান তিনি ৷ ভারতীয় দলের অনুশীলনের প্রথম পর্বে এই চোট হয় ৷ ভারতীয় দলের ফিজিও নীতিন প্যাটেল সঙ্গে সঙ্গে সেই জায়গায় পৌঁছন ৷ তিনি ম্যাজিক স্প্রে লাগান ৷ এদিনের অনুীশলনে ছিলেন না রবীন্দ্র জাডেজা ৷ বৃহস্পতিবার তিনি দলের সঙ্গেই গুয়াহাটিতে এসেছিলেন ৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: India vs Sri Lanka, Virat Kohli, বিরাট কোহলি, বৃষ্টি, ভারত বনাম শ্রীলঙ্কা