#মাউন্ট মঙ্গানুই: রাহুলের শতরানে ভর দিয়ে তৃতীয় একদিনের ম্যাচে ৫০ ওভারে ৭ উইকেটে ২৯৬ স্কোর খাড়া করল টিম ইন্ডিয়া ৷ রাহুল, শ্রেয়স, মণীশ, পৃথ্বীর মিলিত চেষ্টায় রানটা এই জায়গায় যায় ৷
সম্মানের তৃতীয় একদিনের ম্যাচে ফের কিউয়ি বোলারদের দাপটে যখন ভারত শুরুর দিকে বড় ধাক্কা খেল, তখন ফের একবার ব্যাট হাতে ত্রাতার ভূমিকায় কেএল রাহুল৷ সম্প্রতি স্বপ্নের ফর্মে রয়েছেন রাহুল ৷ টি টোয়োন্টিতে হয়েছেন ম্যান অফ দ্য সিরিজ ৷ আর সেই ফর্মের ছোঁওয়াতেই ফের এল শতরান ৷
এদিনও ব্যর্থ ময়ঙ্ক আগরওয়াল , রান পেলেন না বিরাট কোহলিও ৷ পৃথ্বী শ একটা ৪২ বলে ৪০ রান করে ফর্মে ফেরার ইঙ্গিত দিয়েছেন সেই সময়েই ফের নিজের দিকে লাইমলাইট নিয়ে নিলেন কেএল রাহুল ৷ শ্রেয়স আইয়ারকে সঙ্গে নিয়ে ভারতকে প্রাথমিক ধাক্কা থেকে ভদ্রস্থ জায়গায় নিয়ে যাওয়ার কাজ করলেন রাহুল ৷ এদিন শ্রেয়স করেন ৬৩ বলে ৬২ রান ৷ তাঁর ইনিংসে রয়েছে ৯ টি চার ৷ অন্যদিকে রাহুল শতরান করেন ১০৪ বলে ৷
ODI century No.4 and his first at No. 5. What an impressive knock this has been from the versatile @klrahul11. He brings up his century in 104 balls with 9x4 and 1x6.#NZvIND pic.twitter.com/q8Vi5BK1I0
— BCCI (@BCCI) February 11, 2020
এদিন তাঁর স্কোর মেশিন থামে ১১৩ বলে ১১২ রানে ৷ তাঁর ইনিংস সাজানো ৯ টি চার ও ২টি ছয় দিয়ে ৷মণীশ পান্ডে করেন ৪৮ বলে ৪২ রান ৷
এদিন কিউয়িদের হয়ে হামিশ বেনেট সফলতম বোলার ৷ তিনি নেন চার উইকেট ৷ এছাড়া জেমিসান ও নীসাম একটি করে উইকেট নেন ৷
পাঁচটি টি টোয়েন্টির পাঁচটিতেই জয়, তারপরেই একদিনের ক্রিকেটে ২-০-তে ইতিমধ্যেই সিরিজ খুইয়েছে টিম ইন্ডিয়া ৷ মাউন্ট মঙ্গানুই-র বে ওভালে তৃতীয় একদিনের ম্যাচে সম্মানের খেলা ভারতের ৷
এর আগে ভারত অধিনায়ক বিরাট কোহলি অবশ্য ইতিমধ্যেই জানিয়েছেন এবছর একদিনের ক্রিকেটের পারফরম্যান্স ততটা গুরুত্বপূর্ণ নয় ৷ কারণ এবছর টি টোয়েন্টি বিশ্বকাপ ও টেস্ট চ্যাম্পিয়নশিপ রয়েছে ৷ তবুও সিরিজের শেষ ম্যাচ জিতে হাই স্পিরিটে শেষ করতে চায় টিম ইন্ডিয়া ৷
3rd ODI. New Zealand XI: M Guptill, H Nicholls, K Williamson, R Taylor, T Latham, J Neesham, C de Grandhomme, M Santner, T Southee, K Jamieson, H Bennett https://t.co/Y0xJSkwIYk #NZvInd
— BCCI (@BCCI) February 11, 2020
3rd ODI. India XI: P Shaw, M Agarwal, V Kohli, S Iyer, KL Rahul, M Pandey, R Jadeja, S Thakur, N Saini, Y Chahal, J Bumrah https://t.co/Y0xJSkwIYk #NZvInd
— BCCI (@BCCI) February 11, 2020
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Cricket, Ind vs NZ, India vs New Zealand, ক্রিকেট