corona virus btn
corona virus btn
Loading

#IndvsNZ : হোয়াইট ওয়াশ রুখতে বদ্ধপরিকর কোহলি এন্ড কোং, 3rd ODIতে দলে পরিবর্তনের ইঙ্গিত

#IndvsNZ : হোয়াইট ওয়াশ রুখতে বদ্ধপরিকর কোহলি এন্ড কোং, 3rd ODIতে দলে পরিবর্তনের ইঙ্গিত
Photo- AP

হোয়াইট ওয়াশ রুখতে বদ্ধপরিকর কোহলি এন্ড কোং, 3rd ODIতে দলে পরিবর্তনের ইঙ্গিত

  • Share this:

#বে ওভাল:  পাঁচটি টি টোয়েন্টির পাঁচটিতেই জয়, তারপরেই একদিনের ক্রিকেটে ২-০ তে ইতিমধ্যেই সিরিজ খুইয়েছে টিম ইন্ডিয়া ৷ মাউন্ট মাউনগানুইয়ের বে ওভালে তৃতীয় একদিনের ম্যাচে ভারত খেলতে নামবে সম্মানের জন্য ৷ ঘুড়ির সুতো কেটে গেলে গেল ঘুড়ি যেমন গৌৎ করে মাটিতে নেমে আসে, ঠিক তেমন ভাবেই হঠাৎ নেমে গেছে টিম ইন্ডিয়ার পারফরম্যান্সগ্রাফ ৷

ভারত অধিনায়ক বিরাট কোহলি অবশ্য ইতিমধ্যেই জানিয়েছেন এবছের একদিনের ক্রিকেটের পারফরম্যান্স ততটা গুরুত্বপূর্ণ নয় ৷ কারণ এবথর টি টোয়েন্টি বিশ্বকাপ ও টেস্ট চ্যাম্পিয়নশিপ রয়েছে ৷ তবুও সিরিজের শেষ ম্যাচ জিতে হাই স্পিরিটে শেষ করতে চায় ৷

আরও পড়ুন - বসন্ত আসছে, দেখা নেই মুকুলের !

ভারত নিজেদের তৃতীয়  একদিনের ম্যাচে প্রথম একাদশে কয়েকটা বদল করতে পারে ৷ ঋষভ পন্থ ও শিভম দুবে খেলতে পারেন প্রথম একাদশে ৷

খেলা হচ্ছে কোথায় ?

মাউন্ট মাউনগানুইতে তৃতীয় একদিনের ম্যাচ খেলা হবে ৷

কখন শুরু হবে খেলা ?

ভারতীয় সময় সকাল সাড়ে সাতটায় মঙ্গলবার খেলা হবে ৷

Published by: Debalina Datta
First published: February 10, 2020, 8:56 PM IST
পুরো খবর পড়ুন
अगली ख़बर