#পুণে: এই ম্যাচ জিতলে তবেই সিরিজ পকেটে! তাহলে ইংল্যান্ডকে তিন ধরণের ক্রিকেটেই সিরিজে হারানোর সুবর্ণ সুযোগ৷ এই মহাগুরুত্বপূর্ণ ভারত বনাম ইংল্যান্ড (Ind vs Eng) তৃতীয় একদিনের (3rd ODI) ম্যাচের আগে সিরিজে দারুণ উত্তেজনাপূর্ণ জায়গায় দাঁড়িয়ে৷ রবিবাসরীয় ম্যাচে টসে জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নিল ইংল্যান্ড৷
পুণেতে আয়োজিত প্রথম একদিনের ম্যাচ জিতেছিল টিম ইন্ডিয়া আর দ্বিতীয় একদিনের ম্যাচে দুরন্ত জয় হাসিল করেছে ইংল্যান্ড৷ এই অবস্থায় দ্বিতীয় ম্যাচের ভুল থেকে শিক্ষাগ্রহণ ম্যাচ জিতে সিরিজ পকেটে পোরার লড়াই বিরাট এন্ড কোংয়ের৷ তাই নতুন রণনীতির সঙ্গে এদিন মাঠে নেমে ম্যাচ জিতে দেশবাসীকে হোলির উপহার দিতে বদ্ধপরিকর টিম ইন্ডিয়া৷ ব্যাটসম্যান সহায়ক পিচ থাকায় দ্বিতীয় ম্যাচে ইংল্যান্ড ২০ টি ছক্কা -র সাহায্য ৩৩৭ রানের বিশাল লক্ষ্য সহজ করে ফেলে৷ বল হাতে খারাপ ফর্মে থাকা কুলদীপ যাদব ও ক্রুণাল পান্ডিয়া ইংল্যান্ডের কাজ আরও সহজ করে দিয়েছিল৷ ভারত অধিনায়ক এই ম্যাচে রবীন্দ্র জাডেজাকে মিস করছিলেন৷ জনি বেয়ারিস্তো ও বেন স্টোকস ভারতীয় স্পিনারদের বলে মনের মতো সব স্ট্রোক খেলছিলেন৷
কখন খেলা হবে ?
ভারত ও ইংল্যান্ডের মধ্যে তৃতীয় একদিনের ম্যাচ রবিবার খেলা হবে৷
কোথায় খেলা হবে ?
ভারত বনাম তৃতীয় একদিনের ম্যাচ প্রথম দু‘টি একদিনের ম্যাচের মতোই পুণেতে খেলা হবে৷ সেখানের এমসিএ ক্রিকেট গ্রাউন্ডে খেলা হবে৷
কখন শুরু হবে খেলা ?
ভারত বনাম ইংল্যান্ড তৃতীয় একদিনের ম্যাচ ভারতীয় সময় অনুসারে দুপুর দেড়টায় শুরু হবে৷
কোথায় দেখা যাবে লাইভ টেলিকাস্ট ?
ভারত বনাম ইংল্যান্ড তৃতীয় একদিনের ম্যাচের সরাসরি সম্প্রচার দেখাবে স্টার স্পোর্টস নেটওয়ার্ক৷
কোথায় দেখা যাবে ম্যাচের লাইভ স্ট্রিমিং?ভারত বনাম ইংল্যান্ড তৃতীয় একদিনের ম্যাচের লাইভ স্ট্রিমিং দেখা যাবে জিও টিভি এবং হটস্টারে৷ভারতের দল - বিরাট কোহলি, রোহিত শর্মা, শিখর ধাওয়ান, শুভমান গিল, সূর্যকুমার যাদব, হার্দিক পান্ডিয়া, ঋষভ পন্থ, কেএল রাহুল, যুজবেন্দ্র চাহাল, কুলদীপ যাদব, ক্রুণাল পান্ডিয়া, ওয়াশিংটন সুন্দর, টি নটরাজন, ভুবনেশ্বর কুমার, মহম্মদ সিরাজ, প্রসিদ্ধ কৃষ্ণা, শার্দুল ঠাকুরইংল্যান্ড দল- ইয়ন মর্গ্যান, মইন আলি. জনি বেয়ারিস্তো, স্যাম বিলিংস, জস বাটলার, স্যাম কারান. টম কারান, লিয়াম লিভিংস্টোন, ম্যাট পার্কিসন, আদিল রশিদ, জেসন রয়, বেন স্টোকস, রিস টাপলে, মার্ক উড, জেক বোল ,ক্রিস জর্ডন, ডেভিড মালাননিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: India vs england, Virat Kohli