#ওভাল : তৃতীয় টেস্টে হারের পর ওভালে প্রথম ইনিংসে মোটেই ভদ্রস্থ পারফরম্যান্স হয়নি টিম ইন্ডিয়ার৷ ১৯১ রানে অলআউট হয়েছিল টিম ইন্ডিয়া , সর্বোচ্চ রান ছিল শার্দুল ঠাকুরের (Shardul Thakur)৷ তিনি করেছিলেন ৩৬ বলে ৫৭৷ এদিকে প্রথম ইনিংসে ইংল্যান্ড করে ২৯০ রান৷ কিন্তু দ্বিতীয় ইনিংসে ঘুরে দাঁড়ায় ভারত৷ মূলত রোহিত শর্মার ১২৭ রানে ভর করে তারা করে বিশাল ৪৬৬ রান৷ এদিকে এই ইনিংসেও ব্যাট হাতে সফল শার্দুল৷ তিনি করেন ৭২ বলে ৬০ রান৷
এদিকে এত বড় রানের টার্গেট তাড়া করতে নেমে স্বাভাবিকভাবেই চাপে ছিল ইংল্যান্ড৷ প্রথম উইকেট পড়ে অবশ্য দলের ১০০ রানে৷ কিন্তু এরপর থেকে ভারতীয় বোলারদের বোলিংয় চাপে পড়ে আস্তে আস্তে আস্তে ব্রিটিশ রক্ষণে ফাটল ধরতে শুরু করে৷ একের পর উইকেট পড়তে শুরু করে৷ এদিন ররি বার্নসকে আউট করে প্রথম ধাক্কাটা দিয়েছিলেন শার্দুল ঠাকুর৷ এরপর রবিন্দর জাদেজা, জসপ্রীত বুমরাহ, সকলেই বেশ নাভিঃশ্বাস তুলে দিয়েছিলেন ইংলিশ ব্যাটসম্যানদের৷
জো রুট (Joe Root) অবশ্য ক্রিজে থাকলে অনেক অসম্ভবই সম্ভব হওয়া সম্ভব তাই সকলে দুরুদুরু বক্ষে ছিলেন৷ কিন্তু শার্দুলের বলে প্লেয়ড অন হওয়ার সঙ্গে সঙ্গেই মাঠে শুরু বাঁধ ভাঙা উচ্ছ্বাস৷
৫০ বছরে ভারত ওভালে টেস্ট ম্যাচ জেতেনি, সেই অধরা মাধুরীকে ছোঁওয়ার গন্ধ পেতে শুরু করেন প্রবাসী ভারতীয় সমর্থকরা৷
If Shardul doesn't get Man of the Match then I'm Fcuking beginning a riot pic.twitter.com/hcqZE2P4qb
— Subham (@Wankhede_91) September 6, 2021
Dread him, run from him, Lord Shardul Thakur still arrives. Gets the big wicket of Joe Root. Where are the Indian Team haters now? #INDvENG #LordShardul pic.twitter.com/QBtEpRX0pS
— 𝙨𝙤𝙝𝙤𝙢 ४ (@AwaaraHoon) September 6, 2021
#INDvENG #LordShardul cleans up Joe Root. India close ro victory. pic.twitter.com/McdaQKbtIs
— Ravi Maurya🇮🇳 (@Killmonnger) September 6, 2021
জো রুট এদিন ৩৭ রান করে আউট হন৷ ইংলিশ অধিনায়ক অত্যন্ত দায়িত্বশীল ও প্রতিভাবান এদিনের আউটে স্বাভাবিকভাবেই হতাশ৷
A disappointing session. Scorecard/Clips: https://t.co/AEzwlCDErk 🏴 #ENGvIND 🇮🇳 pic.twitter.com/XIxWbbUQMQ
— England Cricket (@englandcricket) September 6, 2021
এই মুহূর্তে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ ১-১ হয়ে রয়েছে৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Ind vs Eng, Joe Root, Shardul Thakur, Viral Video