• Home
 • »
 • News
 • »
 • sports
 • »
 • CRICKET IND VS ENG PLAYERS REFUSED TO PLAY 5TH TEST CAN NOT BLAME THEM SAYS SOURAV GANGULY DD

Ravi Shastri কে নিয়ে কী হবে সাফ জানালেন Sourav, Dhoni-র ভবিষ্যত নিয়েও স্পষ্ট কথা দাদা-র

ind vs eng: players refused to play 5th test can't blame them says sourav ganguly

Indian Cricket Team - নিয়ে একেবারে খোলামেলা উত্তর দিলেন বোর্ড প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Ganguly)৷

 • Share this:

  #মুম্বই:  ভারত ও ইংল্যান্ড সিরিজের পঞ্চম টেস্ট ম্যাচ করোনার কারণে বাতিল ঘোষিত হয়েছে৷ এর মধ্যে বিসিসিআই প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Ganguly) জানিয়েছেন ম্যানচেস্টার টেস্ট খেলব না বলেছিলেন ক্রিকেটাররা৷ তাঁরা সকলেই করোনা আতঙ্কে ছিলেন৷ টিম ইন্ডিয়া  (Team India) সিরিজে ২-১ এগিয়ে ছিলেন৷ যদিও সিরিজের (IND vs ENG)  শেষ তথা পঞ্চম টেস্ট নিয়ে কোনও সিদ্ধান্ত হয়নি৷ এই একটি ম্যাচ আগামী বছর খেলার কথা হচ্ছে৷ এদিকে মহেন্দ্র সিং ধোনি হঠাৎ ভারতীয় দলের সঙ্গে কেনো যুক্ত হলেন তা নিয়েও প্রচুর চর্চা চলছে. এদিকে জানা গেছে ধোনি শুধুমাত্র টি টোয়েন্টি বিশ্বকাপেই ভারতীয় দলের মেন্টর হবেন৷

   টেলিগ্রাফের খবর অনুযায়ি সৌরভ গঙ্গোপাধ্যায় বলেছেন ‘‘ভারতীয় দলের ক্রিকেটাররা টেস্ট খেলতে চাননি৷ কিন্তু এর জন্য তাদের অভিযুক্ত করা যায় না৷ তাঁরা সকলেই ফিজিও যোগেশ পরমারের সংস্পর্শে এসেছিলেন৷ ওঁরা সকলেই একসঙ্গে কাজ করেন৷ যখন ক্রিকেটাররা টের পান ফিজিও করোনা পজিটিভ হয়ে যান তখন সকলেই প্রচণ্ড চিন্তান্বিত হয়ে যান৷ বায়োবাবলে থাকা সহজ বিষয় নয়, আপনাদের উচিত ওঁদের ভাবনা সম্মান করা৷ ’’ বাকি টেস্টটা এই মুহূর্তে সিরিজ শেষ করা সম্ভব হবে না৷ এটা আগামী বছর আয়োজন করা হবে৷ কিন্তু ইংলিশ ক্রিকেট বোর্ডের প্রচুর ক্ষতি হয়েছে৷
  বই লঞ্চের অনুষ্ঠানে রবি শাস্ত্রীর যাওয়ার ফলেই ভারতীয় ক্রিকেট দল করোনা পরিস্থিতিতে উন্মুক্ত হয়ে পড়েন৷ বিসিসিআই  (BCCI)  প্রেসিডেন্ট জানিয়েছেন এই অনুষ্ঠানে যাওয়ার জন্য ভারতীয় বোর্ডের কাছে আবেদন করেননি৷ শাস্ত্রীকে নিয়ে অবশ্য কোনও রকমের পদক্ষেপ নেওয়া হবে না বলে জানিয়েছেন সৌরভ৷ তিনি শাস্ত্রীর পক্ষ নিয়ে বলেন, হোটেলের একটা ঘরে বদ্ধ থাকা খুব কষ্টের , তিনি প্রশ্ন করেন একজন কতদিন নিজেকে হোটেলের একটা ঘরে আবদ্ধ রাখতে পারেন৷ এটা মানবিকভাবে সম্ভব নয়৷ তিনি জানিয়েছেন তিনি নিজেও শ্যুটিংয়ের জন্য গিয়েছিলেন৷ সেখানে ১০০ লোক ছিলেন৷ সকলের টীকাকরণ হয়ে গিয়েছিল৷ কিন্তু আপনি জানেন না কি হবে৷ দুটি টীকা নেওয়ার পরেও লোকে সংক্রমিত হচ্ছেন৷
  পঞ্চম টেস্ট বাতিলের পর জোর হাওয়া গরম করা খবর বেরিয়েছিল সামনের সপ্তাহ থেকে আইপিএল হওয়ার কারণে এভাবে টেস্ট খেলেনি ভারতীয় ক্রিকেট দল৷ সৌরভ জানিয়েছেন বিসিসআই দায়িত্ব জ্ঞানহীণ বোর্ড নয়৷ তিনি জানিয়েছেন ভারতীয় বোর্ড অন্য বোর্ডদের সম্মান করে৷
  ধোনির ওয়ার্ল্ড কাপের মেন্টর হওয়া নিয়েও পরিষ্কার জানিয়েছেন অনেক ভাবনাচিন্তার পরেই ধোনিকে ভারতীয় ক্রিকেট দলের মেন্টর করা হয়েছে৷ তাঁর ভারতীয় দলের জার্সিতে এবং চেন্নাই সুপার কিংসের হয়ে পারফরম্যান্সগ্রাফ বেশ ভালো৷ ২০১৩ থেকে ভারত কোনও আইসিসি ট্রফি জেতেনি৷ বড় টুর্নামেন্টে এইরকম অভিজ্ঞদের মত সবসময়েই কাজে আসে৷
  এদিকে ধোনি কতদিন ভারতীয় দলের সঙ্গে থাকবেন এই প্রশ্নে সোজাসাপ্টা উত্তর দিয়েছেন সৌরভ৷ বোর্ড প্রেসিডেন্ট জানিয়েছেন শুধুমাত্র টি টোয়েন্টি বিশ্বকাপের জন্যেই ভারতীয় ক্রিকেট দলের সঙ্গে থাকবেন তিনি৷
  Published by:Debalina Datta
  First published: