#নটিংহ্যাম: অভিজ্ঞ পেসার জেমস অ্যান্ডারসন (James Anderson) প্রথম টেস্ট শুরুর আগেই ভারতীয় শিবিরকে বার্তা দিতে চাইছেন কি? রাত পোহালেই শুরু নটিংহ্যাম টেস্ট ৷ ভারত বনাম ইংল্যান্ড (India vs England) পাঁচটি টেস্ট ম্যাচের প্রথমটি কাল থেকে৷ তার আগে ঘরের মাঠে মনোমত পিচেই খেলতে নামবে টিম ইংল্যান্ড৷ দ্রুত ও বাউন্সি উইকেটের পাশাপাশি পিচে কিছুটা ঘাস চেয়েছেন তাঁরা৷
রাখঢাক না রেখেই জেমস অ্যান্ডারসন জানিয়েছেন , ‘‘যদি আমরা পিচে (Pitch) খানিকটা ঘাস রেখে দিই তো আমার মনে হয় না ভারত কোনও অভিযোগ করবে, কারণ আগের সিরিজে নিশ্চিতভাবেই ভারত নিজেদের পছন্দের পরিস্থিতিতে খেলেছে৷ ’’
তিনি আরও বলেছেন, ‘‘তাঁরা নিজেদের ঘরোয়া সিরিজে পরিস্থিতির ফায়দা উঠিয়েছেন, পৃথিবীর বহুদেশই এটা করে৷ ’’ টেস্ট ক্রিকেটে ৬১৭ উইকেট নেওয়া অ্যান্ডারসন বলেছেন, ‘‘যদি পিচে সামাণ্য ঘাস থাকে তাহলে ভারতের কাছেও ভালো পেসার রয়েছে৷ ’’ তিনি আরও বলেছেন, ‘‘আমি ভালো পিচের আশায় আছি৷ আমরা পিচে গতি চাই. জোরে বোলার হওয়ার সুবাদে বাউন্স চাই, কারণ আমরা জানি বল সুইং হবে যাতে বল ব্যাটের কাণায় লাগার সম্ভবনা খুব বেশি হবে৷’’
এই পেসার আরও জানিয়েছেন, ‘‘পিচের ছবি সামনে এসেছে, ওটা প্রথম টেস্ট ম্যাচের তিনদিন আগের পিচ৷ এরপরে অনেক কিছু বদলাতে পারে৷ আমার বিশ্বাস কিছু ঘাস কাটা হবে আর তারপর রোলার চালানো হবে৷ ’’ এখনও অবধি ১৬২ টি টেস্ট ম্যাচ খেলেছেন ইংল্যান্ডের পেসার জেমস অ্যান্ডারসন৷ তিনি নির্দ্বিধায় ব্যাটিংয়ের পরামর্শ দিয়েছেন এবং ঋষভ পন্থের উদাহরণ দিয়েছেন৷
নিজের দীর্ঘ কেরিয়ারের জন্য নিজেকে ভাগ্যবান মনে করেছেন তিনি৷ তাঁর মতে বিভিন্ন আলাদা পর্বের ক্রিকেটারদের বল করতে পেরে তাঁর অভিজ্ঞতার ঝুলি সমৃদ্ধ হয়েছে৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Ind vs Eng, Indian Cricket Team