• Home
 • »
 • News
 • »
 • sports
 • »
 • CRICKET IND VS ENG KNOW THE PLAYING ELEVEN BROADCAST CHANNEL ONLINE STREAMING AND TELECAST TIME DD

Ind vs Eng: কখন চোখ রাখবেন খেলায়, কোথায় হবে অনলাইন স্ট্রিমিং, সম্ভাব্য প্লেয়িং ইলেভেন

Photo-AFP

ম্যাচ শুরুর আগে সব তথ্য এক ক্লিকে...

 • Share this:

  #পুণে: ভারত বনাম ইংল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজ (India vs England, 1st ODI) মঙ্গলবার থেকে শুরু হচ্ছে৷ ওয়ান ডে সিরিজ৷ ওয়ান ডে সিরিজে তিনটি ম্যাচ খেলা হবে৷ পুণের এমসি স্টেডিয়ামে যে ক্রিকেট খেলা হবে তাতে ব্যাটসম্যান ও বোলার দু পক্ষেরই যথেষ্ট প্রভাব থাকবে৷

  টিম ইন্ডিয়া সূত্রে খবর একমাত্র কে এল রাহুল ছাড়া প্রথিতযশা ক্রিকেটাররা সকলেই রানের মধ্যে রয়েছেন৷ ইংল্যান্ডের বিরুদ্ধে চারটি টি টোয়েন্টি ম্যাচে তিনি মাত্র ১৫ রান করেছেন৷ কিন্তু অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তিনি দারুণ ক্রিকেট খেলেছিলেন৷ পাশাপাশি উইকেটরক্ষকের দায়িত্বও দারুণভাবে সামলেছিলেন৷ অলরাউন্ডার ক্রুণাল পান্ডিয়া ওয়ান ডে ক্রিকেটে অভিষেকের সুযোগ পেতে পারেন৷ তিনি বিজয় হাজারে ট্রফিতে দারুণ পারফর্ম করেছিলেন৷ গোয়ার বিরুদ্ধে ৭১, ত্রিপুরার বিরুদ্ধে ১২৭, হায়দরাবাদের বিরুদ্ধে ৫৫ এবং ছত্তিশগড়ের বিরুদ্ধে ১৩৩ রান করেছিলেন৷

   এদিকে ইংল্যান্ড দলে জোফ্রা আর্চারের বদলে অন্য ক্রিকেটার আসতে পারে আর্চরের চোট থাকাও তিনি দলের বাইরে ছিটকে গেছেন৷ এরফলে ইংল্যান্ড দলে মার্ক উড আসতে পারেন৷ তিনি টি টোয়েন্টি সিরিজে দারুণ পারফর্ম করেছিলেন৷
  ভারতের সম্ভাব্য একাদশ - রোহিত শর্মা, কেএল রাহুল/শিখর ধাওয়ান, বিরাট কোহলি, শ্রেয়স আইয়ার, ঋষভ পন্থ, হার্দিক পান্ডিয়া, ক্রুণাল পান্ডিয়া, ভুবনেশ্বর কুমার, টি নটরাজন, শার্দুল ঠাকুর, যুজবেন্দ্র চাহাল

  ইংল্যান্ডের সম্ভাব্য একাদশে- ইয়ন মর্গ্যান, জোস বাটলার, ডেভিড মলান, স্যাম বিলিংস, মার্ক উড, স্যাম কুরান, টম কুরান, আদিল রশিদ, জেসন রয়, বেন স্টোকস, ক্রিস জর্ডন

  এই মাঠের পিচ ব্যাটসম্যানদের সহায়ক৷ কিন্তু খেলা যেমন যেমন গড়াবে তেমনিই সেখান থেকে স্পিনাররা সুবিধা পাবেন৷
  এই সিরিজ ডে নাইট হওয়ায় খেলা দুপুর ১.৩০ তে শুরু হবে৷ খেলা সম্প্রচার হবে স্টার স্পোর্টস চ্যানেলে৷ এছাড়া অনলাইন স্ট্রিমিং দেখা যাবে জিও টিভি ও হট স্টারে৷

  ভারত ইংল্যান্ডকে প্রথমে  টেস্ট সিরিজে হারিয়েছে তারপর টি টোয়েন্টি সিরিজেও দারুণ জয় পেয়েছে টিম ইন্ডিয়া৷ এবার তাদের ফোকাসে ওয়ানডে সিরিজ৷ কারণ তাদের পরপর জয় পেয়ে স্বাভাবিকভাবেই জয়ের খিদে আরও বেড়ে গেছে৷ এদিকে ইংল্যান্ডও এই সিরিজ জিতে ওয়ানডে ক্রমতালিকার এক নম্বর দল হওয়ায় নিজেদের সম্মান বজায় রাখার চেষ্টা করবে৷

  পুণের এই স্টেডিয়ামে বাইশ গজের লড়াই শুরু হওয়ার আগে জেনে নিন এই মাঠ সংক্রান্ত কয়েকটি গুরুত্বপূ্র্ণ পরিসংখ্যান৷  পাশাপাশি জানুন টিম ইন্ডিয়ার বেশ কিছু রেকর্ড৷

  ভারত ২০১৭ সালে এই মাঠে ইংল্যান্ডকে ৩ উইকেটে হারিয়েছে৷ তখন ইংল্যান্ডের অধিনায়ক ছিলেন জো রুট৷ যদিও এমসিএ স্টেডিয়ামে ভারতের জয়ের হার মাত্র ৫০ শতাংশ৷ টিম ইন্ডিয়া এই মাঠে ৪টি-র মধ্যে ২ টি ম্যাচে হেরেছে আর ২ টি ম্যাচে জিতেছে৷ এমসিএ স্টেডিয়ামে প্রথম ইনিংসে গড় রান ২৯১ আর দ্বিতীয় ইনিংসে গড় রান ২৬৫৷ ৪ টি ম্যাচের মধ্যে ২-২ টি ম্যাচে জয় পাওয়ার হারও ২-২ ব্যাটিং ও ফিল্ডিং সাইডের৷ এই মাঠে সবচেয়ে বেশি স্কোর ৩৫৬৷ যা ভারত ইংল্যান্ডের বিরুদ্ধেই বানিয়েছিল৷ আর সবচেয়ে কম স্কোর ২৩২ যা ও ভারতেরই করা৷

  পুণেতে বিরাট কোহলির দারুণ পরিসংখ্যান৷ এই স্টেডিয়ামে সবচেয়ে বেশি রান বিরাটের নামে৷ তিনি মোট ৩১৯ রান করেছেন৷ তার মধ্যে দুটি শতরান রয়েছে আর রয়েছে একটি অর্ধশতরান৷  বিরাট কোহলির ব্যাটিং গড় প্রায় ৮০৷

  বোলিংয়ে ভুবনেশ্বর কুমার এমসিএ-তে ৪ উইকেট নিয়েছেন৷ এই মাঠে সবচেয়ে বেশি উইকেট রয়েছে বুমরাহের ঝোলায় তিনি নিয়েছেন ৮ উইকেট৷

  Published by:Debalina Datta
  First published: