#লিডস: হেডিংলে মাঠটি ভারতের জন্য পরিসংখ্যানের দিক থেকে পয়া৷ আর টসও ভারতের পক্ষেই গেল৷ ইংল্যান্ডের বিরুদ্ধে তৃতীয় টেস্টে টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত ভারতের৷
এই টেস্টেও অশ্বিনের জায়গা হল না, উইনিং কম্বিনেশন ধরে রেখেই মাঠে নামলেন বিরাট কোহলি৷ দেখে নিন প্লেয়িং ইলেভেন৷
3rd Test. India XI: R Sharma, KL Rahul, C Pujara, V Kohli, A Rahane, R Pant, R Jadeja, I Sharma, M Shami, J Bumrah, M Siraj https://t.co/FChN8SV3VR #ENGvIND
— BCCI (@BCCI) August 25, 2021
3rd Test. England XI: R Burns, H Hameed, D Malan, J Root, J Bairstow, J Buttler, M Ali, S Curran, C Overton, O Robinson, J Anderson https://t.co/FChN8SV3VR #ENGvIND
— BCCI (@BCCI) August 25, 2021
ভারত বনাম ইংল্যান্ডের মধ্যে লিডসে আজ থেকে শুরু তৃতীয় টেস্ট৷ হেডিংলে স্টেডিয়ামে (IND vs ENG Headlingley Test) ৫ টি টেস্টের তিন নম্বর খেলার আগে ১-০ তে এগিয়ে রয়েছে ভারত৷ ভারতীয় ক্রিকেট দল লর্ডস টেস্ট (Lords Test) জিতেছে৷ ১৫১ রানে জিতেছে ভারত৷ এই জয়ের ফলে বিরাট কোহলির (Virat Kohli) দল সেই ধারায় বজায় রাখতে বদ্ধপরিকর৷ সেখানে জো রুটের (Joe Root) নেতৃত্বাধীন ইংল্যান্ড দলও (England Cricket Team) ঘরের মাটিতে সিরিজে ফিরতে মরিয়া থাকবে৷
হেডিংলেতে সবসময়েই ক্রিকেটারদের স্কিলের পরীক্ষা হয়৷ এই মাঠের খেলার ফয়সালা হয়ই, তাই শুধু ডিফেন্স খেলে এই মাঠে টেস্ট পার করা যায় না৷ গত ২০ বছরের পরিসংখ্যান তাই বলছে৷ হেডিংলেতে ২০০০ থেকে এখনও ১৮ টি টেস্টের মধ্যে ১৭ টি তে জয়-হার হয়েছে, শুধু একটি টেস্ট ড্র হয়েছে৷ সেটাও ৯ বছর আগে হয়েছিল৷ দক্ষিণ আফ্রিকার সঙ্গে ইংল্যান্ডের সেই খেলায় মোট ১২৩২ রান ও ৩৪ উইকেট নেওয়া হয়েছিল৷ এছাড়া সব ম্যাচে নির্ণয় হয়েছে৷ এছাড়া ৫ টি টেস্টের মধ্যে ৩ বার ইংল্যান্ড দল জিতেছে আর ২ বার সফরকারী দল জিতেছে৷
এই পরিসংখ্যান থেকেই বোঝা যায় এই ময়দানে খেলা খুবই পজিটিভ হয়৷ এই মাঠে ভারতের পরিসংখ্যানও খুব দারুণ৷ ভারতীয় ক্রিকেট দল ৫১ বছরে এই ময়দানে কখনও হারেনি৷ এই মাঠে তারা ১৯৬৭ সালে শেষবার হেরেছিল৷ যদিও এই মাঠে শেষবার ভারত ২০০২ সালে খেলেছিল৷
সৌরভ গঙ্গোপাধ্যায়ের (Sourav Ganguly) নেতৃত্বাধীন ভারতীয় ক্রিকেট দল ৪৬ রানে ম্যাচ জিতেছিল৷ ২০০২ সালের আগে ১৯৮৬ সালে ভারত টেস্ট খেলেছিল সেই ম্যাচেও ভারতীয় ক্রিকেট দল জিতেছিল৷ ১৯৭৯ সালে এই মাঠে ভারত ড্র করেছিল৷ তবে পুরনো পরিসংখ্যান ভুলে বিরাট কোহলি দল একেবারে ঝকঝকে পারফরম্যান্স করতে পারবে৷ প্রথম ম্যাচের পঞ্চম দিনে বৃষ্টির কারণে ম্যাচ ড্র হয়েছিল, যদিও টিম ইন্ডিয়া সেই ম্যাচেও অ্যাডভানটেজ পজিশনে ছিল৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Ind vs Eng, Virat Kohli