হোম /খবর /খেলা /
IND vs ENG, 3rd T20I: দলে কি রদবদল, পিচের চরিত্র কেমন,ম্যাচ শুরুর আগেই এক ক্লিকে

IND vs ENG, 3rd T20I: দলে কি রদবদল, পিচের চরিত্র কেমন, ম্যাচ শুরুর আগেই এক ক্লিকে

তৃতীয় টি টোয়েন্টি ম্যাচের আগে হয়ে যান আপডেট৷

  • Last Updated :
  • Share this:

#আহমেদাবাদ:  ভারত বনাম ইংল্যান্ডের (India vs England) মধ্যে পাঁচ ম্যাচের টি টোয়েন্টি সিরিজ চলছে৷ ১৬মার্চ অর্থাৎ আজ সন্ধ্যাবেলায় তৃতীয় টি টোয়েন্টি ম্যাচ খেলবে দুই দল৷ আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে হবে খেলা৷ প্রথম ম্যাচে ৮ উইকেটে হারের পর দ্বিতীয় ম্যাচে ৭ উইকেটে জিতে সিরিজে সমতা ফিরিয়েছে মেন ইন ব্লু৷ বিরাট কোহলি -র দল সব বিভাগে অলরাউন্ড পারফরম্যান্স করেছে৷ এই মুহূর্তে দাঁড়িয়ে প্রশ্ন তৃতীয় টি টোয়েন্টি ম্যাচে কি উইনিং কম্বিনেশন ধরে রাখবেন নাকি বদল আনবেন অধিনায়ক৷ একমাত্র কেএল রাহুল দুটি ম্যাচেই ওপেনিংয়ে ব্যর্থ হয়েছেন৷

অক্টোবর মাসে টি টোয়েন্টি বিশ্বকাপ, তাই এই টি টোয়েন্টি ম্যাচগুলির পারফরম্যান্সগুলি দেখে তারা চাইছে নিজেদের দল বাছাইয়ের কাজ শুরু করে দিতে৷ আজকের সন্ধ্যার ম্যাচ সাতটায় শুরু গবে৷ টস হবে সন্ধ্যা সাড়ে ছটায়৷ ভারতের সম্ভাব্য একাদশে এদিন রোহিত শর্মা আসতে পারেন৷ ইশান কিষাণের অভিষেক ম্যাচের পারফরম্যান্সের পর এই ম্যাচে ফের সুযোগ পাবেন এমনটাই ধারণা ওয়াকিবহাল মহলের৷ এছাড়া বিরাট, ঋষভ, শ্রেয়স, সূর্য কুমার যাদব, হার্দিক  খেলবেনই ৷ অন্য দিকে বোলিং বিভাগে ওয়াশিংটন সুন্দর, শার্দুল ঠাকুর, ভুবনেশ্বর কুমার, যুজবেন্দ্র চাহালের খেলা নিশ্চিত৷

আহমেদাবাদের পিচ কেমন?

প্রথম ম্যাচের মতো এদিনও পিচ ব্যাটিং সহায়ক৷ বিশেষত দ্বিতীয় ইনিংসে যখন শিশির পড়ে তখন পিচের ভূমিকা গুরুত্বপূর্ণ হবে৷

আহমেদাবাদের আবহাওয়া?

মৌসম বিভাগের ভবিষ্যত বাণী অনুযায়ি আহমেদাবাদের তাপমাত্রা ৩১ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে৷ বৃষ্টির কোনও সম্ভবনা নেই৷

ভারত বনাম ইংল্যান্ড ম্যাচের সম্প্রচার হবে স্টার স্পোর্টস নেটওয়ার্কে৷ আর এই খেলা অনলাইনে দেখা যাবে জিও টিভি ও হটস্টারে৷

ভারতীয় দলের সম্ভাব্য একাদশ -রোহিত শর্মা, ইশান কিষাণ, বিরাট কোহলি, শ্রেয়স আইয়ার, সূর্যকুমার যাদব, ঋষভ পন্থ, হার্দিক পান্ডিয়া, ওয়াশিংটন সুন্দর, শার্দুল ঠাকুর, ভুবনেশ্বর কুমার, যুজবেন্দ্র চাহাল

ইংল্যান্ডের সম্ভাব্য একাদশ - জেসন রয়, জস বাটলার, ডেভিড মালান, জনি বেয়রিস্তো,  ইয়ন মর্গ্যান, বেন স্টোকস, স্যাম কুরান, জোফ্রা আর্চার, টম কুরান. ক্রিস জর্ডন, আদিল রশিদ৷

Published by:Debalina Datta
First published:

Tags: India vs england, Virat Kohli