Home /News /sports /
Ind vs Eng: ভারতীয় দলে করোনা হানা, তবুও ভয় পেতে নারাজ বিসিসিআই, অনড় নিজেদের সিদ্ধান্তে

Ind vs Eng: ভারতীয় দলে করোনা হানা, তবুও ভয় পেতে নারাজ বিসিসিআই, অনড় নিজেদের সিদ্ধান্তে

ind vs eng: bcci is not sending any additional player to england despite coronavirus cases inside team - Photo- PTI

ind vs eng: bcci is not sending any additional player to england despite coronavirus cases inside team - Photo- PTI

ভারতীয় দল ৩ জুন ইংল্যান্ডের জন্য রওনা হয়েছে৷ আর ১০৪ দিনের সফর৷

  • Last Updated :
  • Share this:

#লন্ডন: ভারতীয় ক্রিকেট দলে (Team India) করোনা ভাইরাস হানার  ঘটনা সামনে এসেছে তবুও নিজেদের সিদ্ধান্তে অনড় ভারতীয় ক্রিকেট বোর্ড  (BCCI)৷ ইংল্যান্ড সফরে (India vs England) কোনও অতিরিক্ত ক্রিকেটার পাঠানো হবে না৷ ভারতীয় দল তিন সপ্তাহের বিরতি-র পর ডারহামে পৌঁছেছে৷ ভারতের উইকেটরক্ষক ব্যাটসম্যান ঋষভ পন্থ (Rishabh Pant) আর থ্রো ডাউন বিশেষজ্ঞ দয়ানন্দ জারানি কোভিড ১৯ পজিটিভ হয়েছেন৷ এছাড়াও আরও ৩ জনকে আইসোলেশনে রাখা হয়েছে৷ আইসোলেট করা হয়েছে বোলিং কোচ ভরত অরুণ, রিজার্ভ উইকেটরক্ষক ব্যাটসম্যান ঋদ্ধিমান সাহা (Wriddhiman Saha) ও অভিমন্যু ইশ্বরণকে৷ কারণ এঁরা  সকলেই দয়ানন্দের সংস্পর্শে এসেছিলেন৷

সর্বভারতীয় সংবাদমাধ্যমে প্রকাশিত রিপোর্ট অনুযায়ি বিসিসিআই কোভিড ১৯ -র মামলা সামনে আসার পরেও কোনও অতিরিক্তি ক্রিকেটার ইংল্যান্ডে পাঠাবে না৷ বিসিসিআইয়ের এর শীর্ষাধিকারিকে প্রশ্ন করা হলে তিনি বলেছেন, ‘‘বিসিসিআই মনে করছে পন্থের মধ্যে এখন আর কোনও লক্ষণ নেই ফলে আর খুব বেশিদিন তাঁকে আইসোলেশনে থাকতে হবে না৷ এই মুহূর্তে বড় দলে কোনও ক্রিকেটার যুক্ত হওয়ার কোনও প্রয়োজন নেই৷ ’’

ভারতীয় বোর্ড ইংল্যান্ডে পাঁচটি টেস্ট ম্যাচের সিরিজের জন্য ২০ সদস্যের দল নির্বাচন করেছে৷ ভারত এখনও ইংল্যান্ডে রয়েছে সেখানে ভারত করোনা ভাইরাসর জন্য রেডলিস্টে ফলে এই মুহূর্তে কোনও ক্রিকেটার গেলেও লাভ হবে না, কারণ যেভাবে কোয়ারেন্টাইন পিরিয়ড কাটাতে হবে৷ তাই টিম আগেই ওয়াশিংটন সুন্দর, টি নটরাজনদের পাঠিয়ে রেখেছিল৷

ভারতীয় দল ৩ জুন ইংল্যান্ডের জন্য রওনা হয়েছে৷ আর ১০৪ দিনের সফর৷ এটা এই সময়ের সবচেয়ে লম্বা সফর৷ ইংল্যান্ডের বিরুদ্ধে নটিংহ্যাম প্রথম টেস্ট ৪ অগাস্ট থেকে হবে৷ আর ম্যানচেস্টারে পঞ্চম টেস্ট ১৪ সেপ্টেম্বরে হবে৷

Published by:Debalina Datta
First published:

Tags: Coronavirus, India vs england, Indian Cricket Team