#ব্রিসবেন: ৩২ বছরের ইতিহাস ভাঙলো৷ ব্রিসবেনে কখনও টেস্ট জেতেনি কেউ সেখানেই ৩২৮ রানের টার্গেট তাড়া করে চতুর্থ ইনিংসে জিতে গেল ভারত৷ ৯৭ ওভারে ৭ উইকেট খুইয়ে জয়ের লক্ষ্যে পৌঁছে গেল টিম ইন্ডিয়া৷ জয়ের কারিগর দলের নবীন ও অভিজ্ঞ ক্রিকেটাররা৷ এদিন ঋষভ পন্থ শেষ বেলায় ১৩৮ বলে ৮৯ রান করেন৷ তাঁর ঝোড়ো ইনিংসের সুবাদে ড্র করে নয় একেবারে শেষ টেস্ট জিতে সিরিজ ২-১ জিতে নিল তারা৷
রোহিত ৭ রান করে আউট হয়ে যান তবে , তরুণ শুভমান গিলকে নিয়ে চেতেশ্বর পূজারা অদ্ভুত ভালোভাবে ইনিংস গড়তে শুরু করেন৷ পূজারা একদিকে উইকেট ধরে রাখার কাজ করছিলেন অন্যদিকে দারুণ সাবলীল ইনিংস খেলছিলেন এদিন শুভমান গিল ১৪৬ বলে ৯১ রান করেন তিনি৷ এছাড়া পূজারা ৫৬ করে আউট হন৷ রাহানেও ২২ বলে ২৪ করে আউট হয়ে যান৷
এই অবস্থায় ফের ভারতকে ম্যাচে ফেরায় ওয়াশিংটন সুন্দর ও পন্থের ধামাকা ব্যাটিং৷ সুন্দর ২২ রানে আউট হয়ে গেলেও পন্থ কোনও ভুল করেননি ৷ এদিন উইনিং শটও আসে তাঁরই ব্যাট থেকে৷ দেখে নিন সেই ঐতিহাসিক মুহূর্তের ভিডিও৷
A moment to savour for India! #AUSvIND pic.twitter.com/vSogSJdqIw
— cricket.com.au (@cricketcomau) January 19, 2021
এই টেস্ট ম্যাচ জিতে বর্ডার গাভাসকর ট্রফি ধরে রাখল টিম ইন্ডিয়া৷ আগেরবার তারা হারিয়েছিল স্টিভ স্মিথ ও ডেভিড ওয়ার্নার ছাড়া অস্ট্রেলিয়াকে আর এবার পূর্ণশক্তির অস্ট্রেলিয়াকে বধ করল তারা৷ বরং একের পর এক চোটে জর্জরিত দলে প্রথম একাদশের ৬ জন ক্রিকেটারকে ছাড়াও ম্যাচ জিতলো তারা৷
পাশাপাশি টেস্ট সিরিজের প্রথম ম্যাচে ৩৪ রানে অলআউটের ধাক্কা সামলে সিরিজে ফেরার যে ইতিহাস লিখল তা ভারতীয় ক্রিকেটের ইতিহাসে উজ্জ্বল অধ্যায়ের জায়গা করে নিল৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।