#সিডনি: ক্রিকেট মাঠে আম্পায়রদের ওপর লাইমলাইট তখনই পড়ে যখন তিনি কোনও বিতর্কিত সিদ্ধান্ত দেন৷ তবে মঙ্গলবার ভারত বনাম অস্ট্রেলিয়া তৃতীয় টি টোয়েন্টি ম্যাচে যা ঘটল তাতে সোশ্যাল মিডিয়ায় হাসির খোরাক হলেন আম্পায়র৷ আম্পায়র জেরার্ড অ্যাবোড India vs Australia তৃতীয় টি টোয়েন্টি ( 3rd T20 ) ম্যাচে দায়িত্বে ছিলেন৷ তাঁর সঙ্গী ছিলেন রড টাকার৷ এদিন জেরার্ড যখন নিজের স্টাম্পের পিছনের বরাদ্দ জায়গায় যাচ্ছিলেন তখন তিনি স্পাইডার ক্যাম যে নিচে ঝুলছে তা দেখতেই পাননি! আর তার ফলে নিজের পজিশনে যাওয়ার পথেই ধুম করে গিয়ে ক্যামেরায় মাথা ঠোকেন৷
এরপরেই কোথায় কেই সহমর্মিতা জানাবে তাতো দূরের কথা সোশ্যাল মিডিয়ায় হাসির খোরাক হন তিনি৷ ক্রিকেট অস্ট্রেলিয়া এই ভিডিও পোস্ট করে লেখে , "So that's why Gerard Abood wears the helmet," অর্থাৎ এই জন্যেই জেরার্ড অ্যাবড মাথায় হেলমেট পরেন৷ আসলে ম্যাচ পরিচালনার সময় তাঁকে মাথায় হেলমেট পরে দেখা যায়৷
So that's why Gerard Abood wears the helmet! 😂 #AUSvIND pic.twitter.com/CGbYDiZkaW
— cricket.com.au (@cricketcomau) December 8, 2020
এদিকে এরপরেই ট্যুইটারে ওঠে হাসির ঝড়৷ একাধিক নেটিজেন ক্রিকেট অস্ট্রেলিয়ার এই ভিডিওতে কমেন্ট দিতে শুরু করেন ৷ ভিডিও হয়ে যায় ভাইরাল৷
yellow card for spider cam
— mou⁵ (@UmairHameed) December 8, 2020
And that’s what happens when you take it off. Never take a chance!
— Fawád 🇦🇺 (@f_a_w_a_d) December 8, 2020
Arre bhai.. bhai.. bhai..#AUSvIND
— S O M E N A T H (@somenathpaul_) December 8, 2020
#সিডনি: করোনা ভাইরাস সংক্রমণের জেরে দীর্ঘদিন আন্তর্জাতিক ক্রিকেটের আঙিনা থেকে বঞ্চিত থাকার পর অস্ট্রেলিয়া সফর দিয়ে ক্রিকেটে ফিরেছে ভারত৷ তবে অজিদের বিরুদ্ধে একদিনের সিরিজে পরপর দুটি ম্যাচে খারাপ ভাবে হেরে সিরিজ খোয়ানোর পর ২-১ করেছে ওয়ানডে সিরিজ৷ তারপর টি টোয়েন্টি সিরিজে প্রথম দুটি ম্যাচ জিতে সিরিজ আয়ত্ত করেছে বিরাট কোহলি এন্ড কোং৷ তৃতীয় টি টোয়েন্টিতে প্রথমে ব্যাট করে করল অস্ট্রেলিয়া আর ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৮৬ রান তোলে তারা৷ ওয়েড ৮০, ম্যাক্সওয়েল ৫৪ রান করেন৷ ওয়াশিংটন সুন্দর ২ টি, শার্দুল ঠাকুর ও নটরাজন একটি করে উইকেট নেন৷
এই অবস্থায় সিডনিতে প্রথম টি টোয়েন্টিতে প্রথম ম্যাচে টসে জিতে বিরাট কোহলি ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন৷ এদিনের প্রথম একাদশ ছিল -ভারতীয় দল অপরিবর্তিত থাকলেও অস্ট্রেলিয়া দলের প্রথম একাদশে এদিন একটি পরিবর্তন করা হয়েছে ৷ গত ম্যাচে চোটের জন্য না খেললেও এদিন খেলছেন অজি অধিনায়ক অ্যারন ফিঞ্চ ৷ প্রথম একাদশে নেই মার্কাস স্টয়নিস ৷
#TeamIndia 🇮🇳#AUSvIND pic.twitter.com/uZxLKsjoBu
— BCCI (@BCCI) December 8, 2020
এদিকে কিংবদন্তি পেসার গ্লেন ম্যাকগ্রা থেকে শুরু করে ভারতীয় অফস্পিনার হরভজন সিং এখন নটরাজনের বোলিংয়ে মুগ্ধ। রবিবার অস্ট্রেলিয়ার বিরুদ্ধে দ্বিতীয় টি-টোয়েন্টিতে চার ওভারে মাত্র ২০ রান দিয়ে দুই উইকেট নেওয়া সেই নতুন মুখ টি নটরাজনকে নিয়ে কিংবদন্তি গ্লেন ম্যাকগ্রা ম্যাচ সম্প্রচারকারী চ্যানেলকে জানান, ‘‘নটরাজনের বোলিংয়ে আমি মুগ্ধ। নিঃসন্দেহে এই সফরের সেরা আবিষ্কার ও। আশা করি, এই ছন্দই বজায় রাখবে আগামী দিনে।’’
India: KL Rahul(wk), Shikhar Dhawan, Virat Kohli (capt), Sanju Samson, Hardik Pandya, Shreyas Iyer, Washington Sundar, Shardul Thakur, Deepak Chahar, T Natarajan, Yuzvendra Chahal
Australia: Aaron Finch (capt), Matthew Wade(wk), Steven Smith, Glenn Maxwell, D'Arcy Short, Moises Henriques, Daniel Sams, Sean Abbott, Mitchell Swepson, AJ Tye, Adam Zampa
এদিন ওয়েড-ম্যাক্সওয়েল জুটির ব্যাটিং দাপট দেখল ক্রিকেট ফ্যানরা৷ অ্যারন ফিঞ্চকে প্রথমেই শূন্য রানে আউট করে দিয়ে বড় ধাক্কা দিয়েছিলেন ওয়াশিংটন সুন্দর৷ তবে এক ওপেনার তাড়াতাড়ি প্যাভিলিয়নের রাস্তা ধরলেও অন্য অজি ওপেনার নিজের দায়িত্ব পালন করেন৷
Over cover!
Live #AUSvIND: https://t.co/SVToo67My2 pic.twitter.com/Mk7mTuTaPM — cricket.com.au (@cricketcomau) December 8, 2020
Two 50s on the trot for Matthew Wade! #AUSvIND pic.twitter.com/a49KnI4gOJ
— cricket.com.au (@cricketcomau) December 8, 2020
এদিন ২৩ বলে ২৪ করে আউট হন স্টিভ স্মিথও৷ তবে এদিন চাহালের নো বলে আউট হয়েও ম্যাক্সওয়েলের না আউট হওয়াটা অনেকটাই ম্যাচের রাশ ঘুরিয়ে দিল।
এদিন ওয়েড ও ম্যাক্সওয়েল দুজনেই অর্ধশতরান করে নেন৷ এদিন ৫৩ বলে ৮০ করে শার্দুল ঠাকুরের শিকার ওয়েড৷ তাঁর ইনিংস সাজানো ৭ টি চার ও ২টি ছয় দিয়ে৷ ম্যাক্সওয়েল ৩৬ বলে ৫৪ করে নটরাজনের শিকার৷ এদিন তাঁর ইনিংস সাজানো ৩ টি চার ও ৩ টি ছয় দিয়ে৷ এদিন অবশ্য তাঁর একাধিক ক্যাচ ফেলেন ভারতীয় ফিল্ডাররা৷ না হলে আরও খানিকটা কম স্কোর হতে পারত অস্ট্রেলিয়ার৷
>নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: India vs Australia, Viral Video