#সিডনি : ভারত বনাম অস্ট্রেলিয়া (India vs Australia) তৃতীয় টেস্টের পঞ্চম দিনের খেলা শুরু হওয়ার আগে ঘোর চিন্তা ভারতীয় শিবিরে৷ ভারতের প্রথম ইনিংস চলাকালীন চোট পেয়েছিলেন রবীন্দ্র জাদেজা (Ravindra Jadeja) ও ঋষভ পন্থ৷ তারমধ্যে জাদেজা কোনওভাবেই ভারতের চতুর্থ ইনিংসে ব্যাট করতে নামতে পারবেন না৷ আর ঋষভ পন্থকে নিয়েও রয়েছে ধোঁয়াশা৷ তাঁর চোট গম্ভীর না হলে তাঁর এখনও ব্যাথা রয়েছে৷ পন্থের চিকিৎসা রয়েছে৷
ঋষভ পন্থ সিডনি টেস্টের তৃতীয় দিনে ব্যাট করতে গিয়ে বাম কনুইতে চোট পেয়েছিলেন৷ প্রথম ইনিংসে ৬৭ বলে ৩৬ রান করেন৷ প্যাট কামিন্সের শর্ট বলে পুল শট খেলতে গিয়ে তাঁর চোট লাগে৷ তিনি চোটে -র শুশ্রূষা করে মাঠে নামলেও দ্রুত রান বানাতে পারেননি৷ জস হেজেলউডের বলে উইকেটের পিছনে ক্যাচ দিয়ে প্যাভিলিয়নে ফেরেন৷ ওঁর চোটের পর রিজার্ভ উইকেটরক্ষক ঋদ্ধিমান সাহা উইকেট কিপিং করেছেন৷ আইসিসি-র নিয়ম অনুসারে রিজার্ভ উইকেটকিপার ঋদ্ধিমান সাহা তাঁর জায়গায় উইকেটের পিছনে দায়িত্ব পালন করেছেন৷ পন্থের চোট খুব গুরুতর না হওয়ায় ব্যাট করতে নামতে পারেন৷
মিচেল স্টার্কের বলে রবীন্দ্র জাদেজা বাম হাতের আঙুলে চোট লেগেছিল৷ জাদেজা দ্বিতীয় ইনিংসে বলও করতে পারেননি জাদেজা৷ তাঁর হাতের চোট মারাত্মক৷ জাদেজার বাঁ হাতের বৃদ্ধাঙ্গুষ্ঠে ডিসলোকেশন ও ফ্র্যাকচর হয়েছে৷ তাঁর পক্ষে দস্তানা পরে ব্যাট করা কঠিন৷
জাদেজা ব্রিসবেনে ১৫ জানুয়ারি থেকে ব্রিসবেনে হতে চলা বর্ডার গাভাসকর ট্রফির শেষ টেস্টেও খেলা হবে না রবীন্দ্র জাদেজার৷ বিসিসিআই সূত্রের খবর জাদেজা অন্তত ২ থেকে ৩ সপ্তাহ মাঠের বাইরে হয়ে গেলেন৷ জাদেজার এভাবে ছিটকে যাওয়া দলের জন্য খুবই ভয়ের৷ প্রথম ইনিংসে রবীন্দ্র জাদেজা ৬২ রানে ৪ উইকেট নিয়েছিলেন৷ পাশাপাশি স্টিভ স্মিথকে সরাসরি থ্রো করে রানআউট করে দেন৷ এছাড়া প্রথম ইনিংসে তিনি ২৮ রানও করেছিলেন৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: India vs Australia, Rishabh Pant