হোম /খবর /খেলা /
Ind vs Aus: বাবা-র মৃত্যুর খবরেও দেশে ফেরেননি, পেলেন সেই অধ্যাবসায়ের পুরস্কার

Ind vs Aus: বাবা-র মৃত্যুর খবরেও দেশে ফেরেননি, আজ পেলেন সেই অধ্যাবসায়ের পুরস্কার

(Photo Credit @SunRisers Twitter)

(Photo Credit @SunRisers Twitter)

রঙ আনল মহম্মদ সিরাজের লড়াই...

  • Last Updated :
  • Share this:

#মেলবোর্ন: অস্ট্রেলিয়া -র বিরুদ্ধে প্রথম টেস্টে ভারত(Team India)  খারাপ ভাবে হারার পর দ্বিতীয় ম্যাচে ৪ টি বড় বদলের সঙ্গে মাঠে নামবে৷ ভারতীয় টিম দ্বিতীয় টেস্ট ম্যাচের জন্য নিজেদের প্লেয়িং ইলেভেনের (Team India Playing XI) ঘোষণা করে দিয়েছে৷  ভারতীয় দলে দুজন  এমন ক্রিকেটারকে ঢোকানো হয়েছে তাতে ২ জন ক্রিকেটারের টেস্ট অভিষেক হবে৷ ভারতীয় ক্রিকেটার শুভমান গিল ও মহম্মদ সিরাজ খেলবেন৷ ২৬ ডিসেম্বরের বক্সিং ডে টেস্টে এঁদের অভিষেক হবে৷ ভারতীয় সময় ভোর পাঁচটায় খেলা হবে৷

মহম্মদ সিরাজের জন্য প্লেয়িং ইলেভেনে জায়গায় পাওয়া নিঃসন্দেহে দারুণ খুশির খবর৷ এই ম্যাচে খেললেই তাঁকে টেস্ট ক্রিকেটারের তকমা দেওয়া হবে৷ এটা ওঁর প্রথম টেস্ট ম্যাচ হবে৷ তবে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজে থাকার সময় তাঁর বাবা মারা ়যান৷ এরপরেও তিনি দেশেই থেকে যান৷ পিতৃবিয়োগের মতো দুঃখদায়ক ঘটনাতেও তাঁকে টলানো যায়নি৷ সিরাজের বাবা মহম্মজ গৌস মাত্র ৫৩ বছরেই ফুসফুসের অসুস্থতার কারণে মারা যান৷

বিরাট কোহলি পিতৃত্বকালীন ছুটিতে দেশে ফিরেছেন৷ এই অবস্থায় দ্বিতীয় টেস্টে অধিনায়ক হচ্ছেন অজিঙ্ক রাহানে৷ পৃথ্বী শ -র বদলে শুভমান গিল খেলবেন৷ গত বছর ওয়ান ডে -তে অভিষেকের পর এবার তাঁর টেস্ট অভিষেক হবে টেস্ট ম্যাচে৷ পৃথ্বী-র জায়গায় শুভমান গিল ওপেনিং করবেন৷

রবীন্দ্র জাদেজা ও ঋষভ পন্থও টেস্ট দলে ফিরেছেন৷ পন্থ ঋদ্ধিমানের জায়গায় দলে এসেছেন৷ পন্থ অনুশীলন ম্যাচে শতরান করেন৷ জাদেজা -কোহলির জায়গায় দলে খেলবেন৷

অ্যাডিলেডে চোট পাওয়া মহম্মদ শামির জায়গায় অভিষেক হচ্ছে মহম্মদ সিরাজের৷ শামির না খেলাটা ভারতের জন্য বড় ধাক্কা৷ ২০১৮-১৯ মরশুমে তিনি ৮ ইনিংসে ১৬ উইকেট নিয়েছিলেন৷ তিনি দ্বিতীয় সর্বোচ্চ উইকেট শিকারি ছিলেন৷ এদিকে সিরাজ একদিনের ক্রিকেট ও টি টোয়েন্টিতে খেলেছেন এবার ভারতের জার্সিতে টেস্ট অভিষেক হবে তাঁর৷ ফার্স্টক্লাস ক্রিকেটে ৬৭ ইনিংসে তিমি ৪৪.৯স্ট্রাইক রেটে ১৫২ উইকেট নিয়েছেন৷

Published by:Debalina Datta
First published:

Tags: IND vs AUS, Mohammed Siraj