Home /News /sports /
Ind vs Aus: ফের গালাগালি! মহম্মদ সিরাজকে বলা হল ‘বাঁদর’ তারপর পুলিশ যা করল

Ind vs Aus: ফের গালাগালি! মহম্মদ সিরাজকে বলা হল ‘বাঁদর’ তারপর পুলিশ যা করল

Photo-AP

Photo-AP

মহম্মদ সিরাজকে ফের নক্কারজনক মন্তব্যে বিঁধল অজি দর্শক৷

 • Share this:

  #সিডনি: ভারত বনাম অস্ট্রেলিয়া-র  (Ind vs Aus) মধ্যে তৃতীয় টেস্টে  (Sydney Test) চতুর্থদিনেও ছবিটা বদলালো না ৷ তৃতীয় দিনে জসপ্রীত বুমরাহ ও মহম্মদ সিরাজ টিম ম্যানেজমেন্টের কাছে জাতিবিদ্বেষমূলক গালাগালির জন্য অভিযোগ জানিয়েছিলেন৷ যাতে একেবারে নড়েচড়ে বসেছিল আইসিসি৷ এবার চতুর্থদিনেও ঘটল একই ঘটনা৷

  অস্ট্রেলিয়ান দর্শকরা ভারতীয় বোলার মহম্মদ সিরাজকে গ্যালারি থেকে কটূক্তি করে৷ ফের তাঁকে ‘Monkey’ বলা হয়৷ অর্থাৎ বাঁদর বলে ডাকা হয় তাঁকে৷ এই নিয়ে ফের অভিযোগ করানো হয়৷ পুলিশ সিরাজের বলা জায়গা থেকে দর্শকদের হঠিয়ে দেওয়া হয়৷ মাঠ থেকে তাঁদের বাইরে বার করে দেওয়া হয়৷

  এর আগে ভারতীয় ক্রিকেট বোর্ড  (BCCI)  অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তৃতীয় টেস্টের তৃতীয় দিনেই অভিযোগ দায়ের করেছিল৷ এদিন গ্যালারিতে উপস্থিত দর্শক নেশাগ্রস্ত অবস্থায় ছিলেন৷ দর্শকের বলা ‘মাঙ্কি’-র পর ফের একবার আলোচনায় এসেছে ২০০৭-০৮ -র ভারতীয় দলের অস্ট্রেলিয়া সফরের মাঙ্কিগেট স্ক্যাম৷ যেখানে হরভজন সিংয়ের বিরুদ্ধে অ্যান্ড্রু সাইমন্ডসকে জাতি বিদ্বেষমূলক মন্তব্য করার অভিযোগ উঠেছিল৷

  কিন্তু শুনানির পর হরভজন সিংকে ক্লিনচিট দেওয়া হয়েছিল৷ এদিকে এর আগে  ভারত বনাম অস্ট্রেলিয়া  (India vs Australia)-র মধ্যে সিডনিতে তৃতীয় টেস্টের তৃতীয় দিনে দুই ভারতীয় বোলারের বিরুদ্ধে গ্যালারি থেকে ভেসে আসে অশ্রাব্য গালি৷ জসপ্রীত বুমরাহ (Jasprit Bumrah), মহম্মদ সিরাজ (Mohammed Siraj) এই দুই বোলারের বিরুদ্ধে জাতি বিদ্বেষমূলক ( Racially abused) মন্তব্য করা হয়েছে ৷ বুমরাহ ও সিরাজ তাঁদের বিরুদ্ধে করা জাতিবিদ্বেষমূলক কমেন্ট নিয়ে টিম ম্যানেজমেন্টের কাছে অভিযোগ জানিয়েছেন৷

  এই পরিস্থিতিতে আইসিসি খুবই কড়া পদক্ষেপ নিতে উদ্যোগী হয়েছে৷ পুরো ঘটনা তদন্ত করে দেখা হচ্ছে। ক্রিকেটের সর্বোচ্চ নিয়ামক সংস্থার প৭ থেকে জানানো হয়েছে ক্রিকেটারদের যাঁরা গালাগালি করেছেন তাঁদের চিহ্নিত করে তাঁদের ধরা হবে। তৃতীয়দিনের খেলা শেষ হওয়ার পর ড্রেসিং রুমে টিম ইন্ডিয়ার আধিকারিকরা, আইসিসি -র প্রতিনিধি, স্টেডিয়াম সুরক্ষা কমিটির প্রতিনিধিরা৷ তাঁরা সকলেই কথাবার্তা বলছিলেন দেখা যায়৷ সেই কথাবার্তার সময় জসপ্রীত বুমরাহ ও মহম্মদ সিরাজও উপস্থিত ছিলেন৷

  ঘটনার খবর পেয়েই আইসিসি দ্রুত কাজে নেমে পড়েছে৷ দোষীদের চিহ্নিত করে তাঁদের ধরার ব্যবস্থা করছে আইসিসি৷ সিডনি মর্নিং হেরাল্ডের প্রকাশিত খবর অনুযায়ি এনএসডাব্লু ও আইসিসি একসঙ্গে অপরাধীদের ধরার কাজ করছে৷ গ্রাউন্ডে ৮০০ -র বেশি ক্যামেরা রয়েছে৷ করোনা ভাইরাসের কারণে মাঠে উপস্থিত ১০ হাজার ৭৫ জন দর্শকের সব খবর মাঠ কর্তৃপক্ষের কাছে রয়েছে৷

  গ্রাউন্ড কমিটি ও আইসিসি সিসিটিভি ক্যামেরার ফুটেজ দেখছে৷ সিরাজ ও বুমরাহকে দু দিন ধরে অজি দর্শরকরা গালি দিচ্ছে৷ তারমধ্যে জাতি বিদ্বেষমূলক মন্তব্যও সামিল রয়েছে৷ এবারের  অস্ট্রেলিয়া সফরে লাগাতার বিতর্ক চলছেই৷ মেলবোর্ন টেস্টে ভারতীয় দল জেতার পর কয়েকজন ভারতীয় ক্রিকেটারের বিরুদ্ধে বায়োবাবল ভাঙার মারাত্মক অভিযোগ তুলেছিল ক্রিকেট অস্ট্রেলিয়া৷ এরপর ব্রিসবেন টেস্টে কোয়ারেন্টাইন থাকার বিষয় নিয়েও লাগাতার চর্চা  চলছে৷ তবে এইভাবে জাতি বিদ্বেষূমলক মন্তব্য করে ফের একবার বিপাকে অস্ট্রেলিয়া৷

  Published by:Debalina Datta
  First published:

  Tags: India vs Australia, Jasprit Bumrah, Mohammed Siraj

  পরবর্তী খবর