#সিডনি:প্রথম ম্যাচের ধারাই বজায় রাখল টিম ইন্ডিয়া৷ ফল স্বরূপ দ্বিতীয় একদিনের ম্যাচেও হার৷ করোনাকালে ৯ মাসে বাদে আন্তর্জাতিক ক্রিকেটের আঙিনায় ফেরাটা বিরাট কোহলি এন্ড কোংয়ের খুব একটা মধুর হল না৷ ৫০ ওভারে ৯ উইকেটে ৩৩৮ রান করে শেষ হল ভারতের ইনিংস ৷
এদিন দ্বিতীয় ম্যাচেও একই হাল৷ ভারতীয় বোলারদের নিয়ে কার্যত ছেলেখেলা করলেন অজি ক্রিকেটাররা৷ এদিন টসে জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন অস্ট্রেলিয়ান অধিনায়ক অ্যারন ফিঞ্চ৷ ৫০ ওভারে ৪ উইকেট হারিয়ে অস্ট্রেলিয়া ৩৮৯ রান করে৷
এদিন শতরান পেলেন স্টিভ স্মিথ৷ মাত্র ৬৪ বলে ১০৪ রান করেন তিনি ৷ তাঁর এদিনের ইনিংস সাজানো ১৪ টি চার ও ২ টি ছয় দিয়ে৷
Smith is flying! 12 fours and a six for Australia's No.3 now!
Live #AUSvIND: https://t.co/CTxq6DMA1o pic.twitter.com/2kOChMy8Qs — cricket.com.au (@cricketcomau) November 29, 2020
Steven Peter Devereux Smith. That is all.#OhWhatAFeeling | @Toyota_Aus | #AUSvIND pic.twitter.com/46uCsCTPC8
— cricket.com.au (@cricketcomau) November 29, 2020
এদিন শুরুতেই ধামাকা দিয়ে চালু করেছিলেন ডেভিড ওয়ার্নার ও অ্যারন ফিঞ্চ৷ ৭৭ বলে ৮৩ রান করেন এই অজি ওপেনার ওয়ার্নার৷ অন্যদিকে অধিনায়ক ও ওপেনার ফিঞ্চ ৬৯ বলে ৬০ রান করেন তিনি ৷ ফিঞ্চের উইকেট তুলে নেন মহম্মদ শামি৷ অন্যদিকে ওয়ার্নার রানআউট হয়ে যান ৷ এরপর লাবুসচেঞ্জ ও ম্যাক্সওয়েল যথাক্রমে ৭০ ও ৬৩ করেন৷
ম্যাক্সওয়েল মাত্র ২৯ বলে ৬৩ রান করেন ৷ তাঁর ইনিংস সাজানো চারটি চার ও চারটি ছয় দিয়ে৷
Brutal batting from Maxwell! #AUSvIND pic.twitter.com/U2HXUwyQF3
— cricket.com.au (@cricketcomau) November 29, 2020
ভারতের হয়ে এদিন মহম্মদ শামি, বুমরাহ ও হার্দিক পান্ডিয়া একটি করে উইকেট পান৷
এদিন জয়ের জন্য প্রয়োজনীয় ৩৯০ রান তাড়া করতে নেমে যে শুরুটা প্রয়োজন ছিল তা দিতে পারেননি দুই ভারতীয় ওপেনার৷ দলের ৫৮ ও ব্যক্তিগত ২৮ রানে হেজেলউডের বলে আউট হন তিনি৷ অন্য ওপেনার ময়ঙ্ক আগরওয়াল ২৬ বলে ২৮ করে প্যাভিলিয়নের রাস্তা ধরেন৷
শ্রেয়স আইয়ারকে সঙ্গে নিয়ে অধিনায়ক বিরাট কোহলি একটা চেষ্টা করেছিলেন৷ কিন্তু সেটাও দীর্ঘস্থায়ী হয়নি ৷ শ্রেয়স ৩৬ বলে ৩৮ রান করে আউট হন৷ এর জন্যে অবশ্য কৃতিত্ব পাওনা স্টিভ স্মিথের৷ তিনি উড়ন্ত একটি ক্যাচ ধরে জুটিকে সেট হতে দেননি৷
FIFTY!
A well made half-century for @imVkohli in the 2nd ODI. Live - https://t.co/fkh0ST0JTx #AUSvIND pic.twitter.com/IbIoFGC6Dz — BCCI (@BCCI) November 29, 2020
এদিন বিরাট কোহলি আন্তর্জাতিক ক্রিকেটে ব্যক্তিগত মাইলস্টোন পেরোলেন৷ ২২০০০ মালিক হলেন কিং কোহলি৷ এদিকে এরপর কোহলির সঙ্গে জুটি বাঁধেন কেএল রাহুল ৷ অধিনায়কের ব্যাট থেকে শতরানের আশায় যখন সমস্ত ক্রিকেট ফ্যানরা তখন ফের নিরাশ করলেন তিনি৷ ৮৭ বলে ৮৯ রান করে আউট হন তিনি ৷ এদিনের বিরাটের ইনিংস সাজানো সাতটি ৪ ও ২ টি ছয় দিয়ে৷
৬৬ বলে ৭৬ -র কেএল রাহুলকে বধ করেন অ্যাডাম জাম্পা ৷ রাহুলের এদিন ছিল ঝকঝকে৷ তাঁর ইনিংসে রয়েছে ৪ টি চার ও ৫ টি ছয়৷
FIFTY!@klrahul11 with a fine half-century here at the SCG. Brings it up with a maximum!#AUSvIND pic.twitter.com/LoVF7ChAh8
— BCCI (@BCCI) November 29, 2020
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: IND vs AUS, India vs Australia