#মেলবোর্ন: অস্ট্রেলিয়া দ্বিতীয় ইনিংসে ২০০ রানে অল আউট৷ মেলবোর্নে টেস্ট জিততে ভারতকে করতে হবে মাত্র ৭০ রান৷ এটাই মঙ্গলবার সকালের সত্যি৷ আর সত্যিটা তিন সত্যি হতে দেরি হল না৷ অধিনায়ক অজিঙ্ক রাহানে ও তরুণ ওপেনার শুভমান গিলের বুদ্ধিদীপ্ত ক্রিকেটে মেলবোর্ন টেস্ট চলে এল ভারতের দখলে৷ আট উইকেটে ম্যাচ জিতে সিরিজ ১-১ করল টিম ইন্ডিয়া৷ অ্যাডিলেডে লজ্জার হারের বদলা নিল ভারত৷
এদিন জয়ের জন্য প্রয়োজনীয় ৭০ রান তাড়া করতে নেমে মাত্র ২ টি উইকেট হারায় অস্ট্রেলিয়া৷ ওপেনার ময়াঙ্ক আগরওয়াল ৫ রানে আউট হয়ে যান৷ স্টার্কের শিকার তিনি৷ পূজারা ফের ফ্লপ৷ ৪ বলে ৩ রান করেন৷ কিন্তু শুভমান গিল ৩৬ বলে ৩৫ রান করে অপরাজিত থাকেন৷ অজিঙ্ক রাহানে ৪০ বলে ২৭ রান করে অপরাজিত থাকেন৷ আর তাদের ব্যাটেই জয় পেয়ে যায় টিম ইন্ডিয়া৷
Just how good has this pair been in the run-chase 💥😍#TeamIndia just 1️⃣3️⃣ runs away from victory 💪🏻#AUSvIND📸📸: Getty Images Australia pic.twitter.com/8Sgj6z3OZM
— BCCI (@BCCI) December 29, 2020
https://t.co/eQNZo0Ou2G! 👏👏#TeamIndia bounce back in style to beat Australia by 8⃣ wickets to level the four-match series. 👍👍 #AUSvINDScorecard 👉 https://t.co/lyjpjyeMX5 pic.twitter.com/FgepGB00uE
— BCCI (@BCCI) December 29, 2020
বক্সিং ডে টেস্ট ম্যাচ অ্যাডিলেডে লজ্জার হারের বদলা হিসেবেই দেখেছেিল ভারত। এম সি জি -তে প্রথম ইনিংসে যেভাবে বল হাতে পারফর্ম করেছিলেন বুমরাহ,অশ্বিন,সিরাজ - তারপর ব্যাট হাতে অধিনায়ক অজিঙ্ক রাহানের দুরন্ত শতরান, গিল,জাদেজার লড়াকু ইনিংস বুঝিয়ে দিয়েছিল হিসেব বরাবর করতে কতটা মরিয়া ভারত। ৬ উইকেটে ১৩৩ রান এই অবস্থায় তৃতীয় দিন শেষ করেছিল অস্ট্রেলিয়া৷ ক্রিজে ছিলেন ১৭ রানে ব্যাট করা ক্যামেরন গ্রিন আর ১৫ রানে ব্যাট করা প্যাট কামিন্স৷
মঙ্গলবার ভারতীয়রা যখন প্রবল শীতে কম্বলের তলায় তখন অস্ট্রেলিয়ায় ফের বল হাতে কামাল ভারতীয় বোলারদের৷ এদিনে ভারতীয় বোলারদের প্রথম শিকার প্যাট কামিন্স৷ দলের রান ১৫৬ তে বুমরাহের বলে মায়াঙ্কের হাতে ধরা দেন তিনি৷
এরপর অস্ট্রেলিয়া দলের ১৮৮ রানে প্যাভিলিয়নের রাস্তা ধরেন ক্যামেরন গ্রিন৷ তাঁকে আউট করেন অভিষেক টেস্টে আগুনে বোলিং করা মহম্মদ সিরাজ৷
Mohammed Siraj gets into the act now as he has Green caught beautifully at mid wicket by Jadeja. Australia 180-8 now and lead by 49 runs. #TeamIndia #AUSvIND
Details - https://t.co/bG5EiYj0Kv pic.twitter.com/RITWMj3yNK— BCCI (@BCCI) December 29, 2020
Bumrah strikes with the new ball!
A breakthrough for #TeamIndia as @Jaspritbumrah93 ends the partnership with a sharp bouncer and Cummins is OUT for 22.AUS 156-7 and lead by 25 runs. pic.twitter.com/kger3SYO1G— BCCI (@BCCI) December 29, 2020
এরপর ন্যাথান লিঁও-র উইকেট নেন সিরাজ ও হেজেলউডের উইকেট নেন রবিচন্দ্রন অশ্বিন৷ মিচেল স্টার্ক শেষ অবধি ১৪ রানে অপরাজিত থাকেন৷ ১০৩.১ ওভারে সবকটি উইকেট হারিয়ে ২০০ রান তোলে অস্ট্রেলিয়া৷
It's Lunch on Day 4 of the 2nd #AUSvIND Test!
Australia all out for 2⃣0⃣0⃣.3⃣ wickets for Mohammed Siraj2⃣ wickets each for @imjadeja, @ashwinravi99 & @Jaspritbumrah931⃣ wicket for @y_umesh#TeamIndia need 7⃣0⃣ runs to win.Scorecard 👉 https://t.co/lyjpjyeMX5 pic.twitter.com/j2WdblcliL— BCCI (@BCCI) December 29, 2020
এদিকে তৃতীয় দিন সকালে রাহানে, জাদেজা এবং বাকিরা মিলে মাত্র ৪৯ রান যোগ করতে সক্ষম হলেন। দ্রুত পাঁচ উইকেট হারিয়ে শেষ হয়ে যায় ভারতের ইনিংস। কিন্তু ব্যাট করতে নেমে অস্ট্রেলিয়াকে দ্বিতীয় ইনিংসে প্রথম থেকেই চেপে ধরে ভারত।
ম্যাথু ওয়েড (৪০) ভাল শুরু করলেও তাঁকে দ্রুত ফিরিয়ে দেন জাদেজা। এল বি ডাব্লু হয়ে ফেরেন তিনি। জো বার্নস (৪) ফিরে যান উমেশ যাদবের বলে। লাবুশানে ভাল ব্যাট করছিলেন। কিন্তু অশ্বিনের বলে রাহানের হাতে ধরা পড়েন তিনি। তাঁর সংগ্রহ ২৮। স্টিভ স্মিথ (৮) খারাপ ফর্ম অব্যাহত রাখেন। বুমরাহের বলে রাউন্ড দ্য লেগ বোল্ড হলেন তিনি। হেড (১৭) সিরাজের শিকার হলেন। অধিনায়ক টিম পেন এক রান করে জাদেজার বলে উইকেটের পেছনে ধরা পড়লেন।
অল্প সময়ের মধ্যে গুরুত্বপূর্ণ তিনটি উইকেট হারিয়ে চাপে পড়ে যায় অস্ট্রেলিয়া। তবে ভারতের জন্য খারাপ খবর কাফ মাসলে চোট নিয়ে মাঠ ছাড়তে হয় উমেশ যাদবকে। ভারতীয় ফাস্ট বোলাররা কিন্তু শুধু গতি বা সুইং দিয়ে নয়, অস্ট্রেলিয়ান ব্যাটসম্যানদের শরীর লক্ষ্য করেও বল করলেন। অধিনায়ক রাহানে সামনে থেকে নেতৃত্ব দিলেন। ব্যাটসম্যানদের চাপে রাখতে ফরওয়ার্ড শর্ট লেগ এবং লেগ স্লিপ পর্যন্ত রাখলেন তিনি। প্রথম টেস্ট হিসেবে সিরাজ কিন্তু বল হাতে আশা জাগালেন।
4⃣ down! @imjadeja strikes to get Matthew Wade out LBW! 👍👍
Australia 98/4, trail India by 33 runs. #TeamIndia #AUSvINDFollow the match 👉 https://t.co/lyjpjyeMX5📸📸: Getty Images Australia pic.twitter.com/g7KQ6rNmzS— BCCI (@BCCI) December 28, 2020
অস্ট্রেলিয়ার হয়ে লড়ছেন প্যাট কামিন্স এবং ক্যামেরন গ্রিন। দিনের শেষে দুই রানে লিড নিয়েছে অস্ট্রেলিয়া।দিনের শেষে অধিনায়ক রাহানে বলে দিলেন," তৃতীয় দিনটা আমাদের পক্ষে গেল। ছটি উইকেট তুলে নিতে পেরেছি আমরা। কিন্তু অস্ট্রেলিয়া লড়াই করছে। চারটি উইকেট রয়েছে ওদের। চতুর্থ দিন সকালে আমাদের দ্রুত উইকেট তুলে নিতে হবে। বোলাররা সঠিক জায়গায় বল রেখেছে। চতুর্থ দিন প্রথম সেশনে একই কাজ করতে হবে। জয়ের সম্ভাবনা নিয়ে কিছু ভাবছি না। একটা করে সেশন ধরেই এগোতে চাই"। টিম হিসেবে পারফরম্যান্সকে গুরুত্ব দিতে চান তিনি। এদিন রান আউট হন জাদেজার সঙ্গে ভুল বোঝাবুঝিতে। কিন্তু অধিনায়ক হিসেবে জাদেজার ব্যাট এবং বল হাতে পারফরম্যান্স রান আউটের ব্যথা ভুলিয়ে দিয়েছে ভারত অধিনায়ককে। জয়ের গন্ধ পাচ্ছে ভারত। বদলার গন্ধ মেলবোর্নের আকাশে।