#মেলবোর্ন: মেলবোর্নে ভারতীয় ক্রিকেট দলে-র দারুণ পারফরম্যান্স৷ প্রথম টেস্টের জঘন্য ব্যাটিং থেকে শিক্ষা নিয়ে এ এক অন্য ভারত৷ প্রথম দিনের শেষে ১ উইকেটে ৩৬ রান করেছিল ভারত৷ সেই সময় ক্রিজে ছিলেন গিল ও পূজারা৷
Hello and welcome to our coverage of Day 2 of the Boxing Day Test. When we arrived, we were greeted with a drizzle. The pitch was under covers too but it has cleared up now. #TeamIndia #AUSvIND pic.twitter.com/Rh3aoP8jLU
— BCCI (@BCCI) December 26, 2020
রবিবার সকালে ২৮ রানে ব্যাট করা শুভমান গিল করেন ৪৫ রান৷ ৬৫ বলের ইনিংস খেলেন তিনি৷ তাঁর ইনিংস সাজানো ছিল ৮ টি চার দিয়ে৷ তাঁর উইকেট নেন কামিন্স৷
চেতেশ্বর পূজারার উইকেটও নেন কামিন্স ৷
A pearler of a pluck from Paine! And it's the big wicket of Pujara too!@hcltech | #AUSvIND pic.twitter.com/q4rFhCb7Yj
— cricket.com.au (@cricketcomau) December 27, 2020
এরপর দলের দায়িত্ব নিয়ে নেন অধিনায়ক অজিঙ্ক রাহানে৷ এই ম্যাচে ১২ তম শতরান করেন৷ তাঁর দায়িত্বশীল ইনিংস অস্ট্রেলিয়ার মাটিতে ফের একবার বড় ধাক্কা থেকে বাঁচালেন তিনি৷ এদিন তাঁর শতরান এল একেবারে দলের কাঙ্খিত সময়ে৷ তাঁর ইনিংস সাজানো ১২ টি চার দিয়ে৷
💯
Captain @ajinkyarahane88 leading from the front. Brings up a brilliant century. His 12th in Test cricket 👏👏#AUSvIND pic.twitter.com/23w9KS57fw — BCCI (@BCCI) December 27, 2020
হনুমা বিহারী- পন্থকে নিয়ে তিনি লড়াইটা শুরু করলেও তাঁরা কেউই বেশি সঙ্গত দিতে পারেননি তবে রবীন্দ্র জাদেজা-র সঙ্গে শতরানের পার্টনারশিপে দল ভালো জায়গায় পৌঁছয়৷
Not the scenes we want to see - but a stellar effort from this groundsman! #AUSvIND pic.twitter.com/p77mxSd3Jo
— cricket.com.au (@cricketcomau) December 27, 2020
দ্বিতীয় দিনের শেষে ভারতের স্কোর ৫ উইকেটে ২৭৭রান৷ দিনের শেষে রাহানে ১০৪ ও জাদেজা ৪০ রানে ব্যাট করছেন৷
এদিকে শনিবার বক্সিং ডে টেস্টে টস জিতে ব্যাট করতে নেমে ১৯৫ রানেই শেষ হয়েছিল অস্ট্রেলিয়ার প্রথম ইনিংস। এমসিজিতে এদিন একেবারেই সুবিধা করে উঠতে পারেননি অজি ব্যাটসম্যানরা ৷ বুমরাহ-অশ্বিনদের দাপটে অস্ট্রেলিয়ার প্রথম ইনিংস স্থায়ী হল ৭২.৩ ওভার ৷ অভিষেক ম্যাচে নজর কাড়লেন পেসার মহম্মদ সিরাজও ৷ ১৫ ওভার বল করে ৪০ রান দিয়ে ২ উইকেট নেন তিনি ৷ অন্যদিকে বুমরাহের ঝুলিতে ৪ উইকেট এবং অশ্বিন
পেয়েছেন ৩টি উইকেট ৷ একটি উইকেট জাদেজার ৷
💥 Jasprit Bumrah 4/56 💥 R Ashwin 3/35
Ravindra Jadeja claims Pat Cummins' wicket to bowl Australia out for 195! What a performance from the India bowlers 🙌#AUSvIND SCORECARD 👉 https://t.co/bcDsS3qmgl pic.twitter.com/ZsrVLMTJdp — ICC (@ICC) December 26, 2020
দিনের প্রথম সেশনেই ৩৮ রানে ৩ উইকেট হারিয়ে সমস্যায় পড়েছিল অস্ট্রেলিয়া। জো বার্নস (০), ম্যাথু ওয়েড (৩০), স্টিভ স্মিথ (০) ফিরেছিলেন দ্রুত। এরপর ক্যাঙারুদের ইনিংস টানছিলেন লাবুশানে-হেড জুটি ৷ কিন্তু সিরাজের বলে লাবুশানে (৪৮) এবং বুমরাহের বলে ট্র্যাভিস হেড (৩৮) রান করে আউট হতেই ফের চাপে পড়ে যায় অস্ট্রেলিয়া ৷ চা বিরতির পর মাত্র ৫৯ রান তুলতেই শেষ ৫ উইকেট হারায় অস্ট্রেলিয়া।
Mitchell Starc strikes in the first over 🔥
Mayank Agarwal is out for a duck!#AUSvIND pic.twitter.com/KuDOuShCU1 — ICC (@ICC) December 26, 2020
ব্যাট করতে নেমে ভারতও শুরুতেই ওপেনার ময়াঙ্ক আগরওয়ালের উইকেট হারায় ৷ কোনও রান না করেই প্যাভিলিয়ানে ফেরেন তিনি ৷ দিনের শেষে ভারতের সংগ্রহ ১ উইকেট হারিয়ে ৩৬ রান ৷ ২৮ রানে ব্যাট করছেন এই ম্যাচে অভিষেক হওয়া আরেক ক্রিকেটার শুভমান গিল ৷ পূজারা অপরাজিত ছিলেন ৭ রানে ৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Ajinkya Rahane, India vs Australia