#দুবাই: আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (ICC) আজই টি টোয়েন্টি বিশ্বকাপ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিয়ে নিতে চলেছে ৷ বুধবারই এই বিষয়ে সিদ্ধান্তে সিলমোহর পড়ে যাবে ৷ আর এই সিদ্ধান্তের ওপর নির্ভর করেই ভারতের আইপিএল উইন্ডো থাকবে কিনা সেই সিদ্ধান্তও হবে ৷ বিসিসিআই আশা করছে অস্ট্রেলিয়ায় যদি এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপ না হয় তাহলে সে সময়ে আইপিএল আয়োজন করা হবে ৷
যদি সর্বোচ্চ ক্রিকেট সংস্থা বিশ্বকাপ পিছিয়ে দেয় তাহলেই শুধুমাত্র আইপিএল মিলিয়ন ডলার ক্রিকেট শো আয়োজন করতে পারবে বিসিসিআই ৷
যদি আইপিএল না হয় তাহলে ৪০০০ কোটি টাকার ক্ষতির মুখে পড়বে বিসিসিআই ৷ বিসিসিআই সূত্রের খবর তারা আশা করছে আইসিসি আইপিএল আয়োজনের সম্মতি দেবে ৷ এই এক মাসের উইন্ডো বার করতে হলে আইসিসিকে নিজেদের টি টোয়েন্টি বিশ্বকাপ পিছিয়ে দিতে হবে ৷ ভারতে কোভিড ১৯ পরিস্থিতি এমন জায়গায় যে একাধিক দেশ তাদের মাটিতে আইপিএল আয়োজন করতে চেয়েছে৷
এদিকে এর আগে মে -র ২৮ তারিখে অস্ট্রেলিয়ায় এ বছর অক্টোবরে বিশ্বকাপ হবে কী না ৷ আর না হলেও সেটা কবে হবে ৷ তা নিয়ে বৃহস্পতিবারের বৈঠকে কোনওরকম সিদ্ধান্তে আসতে পারলেন না আইসিসি কর্তারা ৷ টি টোয়েন্টি বিশ্বকাপের ভবিষ্যত ঝুলে রইল আগামী ১০ জুন পর্যন্ত ৷ এদিন টেলিকনফারেন্সে বোর্ড মিটিংয়ের পর আইসিসি-র পক্ষ থেকে একটি বিবৃতিতে জানানো হয়, সব এজেন্ডাগুলি নিয়ে কথা বলার পর টি টোয়েন্টি বিশ্বকাপ নিয়ে সিদ্ধান্ত নেওয়ার বিষয়টা আগামী ১০ জুন পর্যন্ত পিছিয়ে দেওয়া হয়েছে ৷
International Cricket Council (ICC) Board to meet on 10 June. Decision on "all agenda items" deferred until then, including T20 World Cup.
— ANI (@ANI) May 28, 2020
গোটা ক্রিকেট বিশ্বই গভীর আগ্রহ নিয়ে এদিন আইসিসির সভার উপর চোখ রেখেছিল। ভিডিও কনফারেন্সের মাধ্যমে অনুষ্ঠিত এই সভাতেই অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত হতে চলা ২০২০ টি-টোয়েন্টি বিশ্বকাপের ভাগ্য নির্ধারিত হচ্ছে, অনুমান ছিল এমনটাই। কিন্তু টি-টোয়েন্টি বিশ্বকাপ নিয়ে সিদ্ধান্ত মুলতুবি করা হয়েছে আইসিসির পরবর্তী সভা পর্যন্ত। আগামী ১০ জুন অনুষ্ঠিত হবে পরবর্তী সভা।
টি-টোয়েন্টি বিশ্বকাপে ১৬টি দল খেলবে। প্রত্যেক দলের ১৬ জন করে অন্তত ২৫৬ জনকে সামলানোর ঝক্কি রয়েছে ৷ অস্ট্রেলিয়ার বিভিন্ন কেন্দ্রে খেলা হবে ৷ আর সেটা করোনা আতঙ্কের জন্য অক্টোবরের মধ্যেই অস্ট্রেলিয়া সরকার করতে চাইবে কি না ৷ তা নিয়ে একটা প্রশ্নচিহ্ন রয়েছেই ৷ অস্ট্রেলিয়া সরকার ইতিমধ্যেই জানিয়ে দিয়েছে, অক্টোবর পর্যন্ত তাদের দেশে সীমান্ত বন্ধ থাকবে। বিশ্বকাপ উপলক্ষে সেই মতের পরিবর্তন হবে কি না, সেই প্রশ্ন রয়েছে।