#লন্ডন: ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপে (World test Championship) ফাইনাল ১৮-২২ জুন আয়োজিত হবে ইংল্যান্ডে৷ ফাইনালে ভারতের প্রতিপক্ষ নিউজিল্যান্ড৷ ভারতীয় ক্রিকেট দল বিশ্ব চ্যাম্পিয়নশিপের ফাইনালে পৌঁছেছে এক নম্বর দল হিসেবে৷ কিন্তু আইসিসি-র সাম্প্রতিক সিদ্ধান্তে ফাইনাল প্রভাবিত হবে৷ গত বছর করোনা ভাইরাসের (Covid-19) প্রকোপের কথা মাথায় রেখে আইসিসি একাধিক নিয়ম প্রণয়ন করেছিল৷ তা প্রথমে জুন অবধি থাকলেও তা বাড়িয়ে জুলাই অবধি করে দেওয়া হয়েছে৷
আইসিসি গত বছর নিউট্রাল আম্পায়ারের বদলে স্থানীয় আম্পায়র নিয়োগ করতে দিয়েছিল৷ যাতে আম্পায়রদের এক দেশ থেকে অন্য দেশে না যেতে হয়৷ ক্রিকইনফো-র খবর অনুযায়ি আইসিসি কোভিড ১৯-র জন্য একাধিক নির্দেশিকা দিয়েছিল৷ এবার সেটা বাড়িয়ে জুলাই অবধি করা হয়েছে৷ আইসিসি ক্রিকেট কমিটি -র প্রস্তাব কার্যকারী সমিতি মঞ্জুর করে দিয়েছে৷ এবার বোর্ড গুলির থেকে আইসিসি এই বিষয়ে ৩১ মার্চ থেকে ১ এপ্রিলের মধ্যে মঞ্জুর করা হবে৷
ভারতীয় দলের প্রাক্তন অধিনায়ক অনিল কুম্বলে আইসিসি ক্রিকেট কমিটি চেয়ারম্যান৷ কুম্বলের নেতৃত্বাধীন আইসিসি ক্রিকেট কমিটি মার্চে বৈঠক করেছিল৷ ম্যাচ আধিকারিকদের নিয়ে তারা মডেল বানিয়েছে৷ এতে দ্বিপাক্ষিক ম্যাচে তিনজন স্থানীয় আম্পায়ার থাকছে৷ পাশাপাশি একজন নিউট্রাল আম্পায়ার থাকছে৷ এই নিউট্রাল আম্পায়ার শুধু সেখানেই থাকবে যেখানে আম্পায়ারকে কোয়ারেন্টাইনে রাখা যাবে৷
এই নিয়মের জন্য টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে সব আম্পায়রই ইংল্যান্ডের হবে৷ ভারত বনাম নিউজিল্যান্ডের ম্যাচ সাদাম্পটনে হবে৷ ইংল্যান্ডের ক্রিস ব্রড, রিচার্ড কেটলবরি, মাইকেল গফ,রিচার্ড ইলিঙ্গওয়ার্থের দায়িত্ব দেওয়া হবে৷
বল শাইন করার জন্য মুখের লালা এখনও ব্যবহার পাওয়া যাবে না৷ এতে বোলাদের ক্ষতি হবে৷ তবে ঘাম ব্যবহার করা যাবে৷ পাশাপাশি করোনা পরীক্ষার নিয়মও লাগু থাকবে৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Coronavirus, ICC Test Championship