• Home
 • »
 • News
 • »
 • sports
 • »
 • সচিনকে ‘সু-চিন’ বলে ব্যাপক ট্রোলড ট্রাম্প, ভিডিও মুহূর্তেই ভাইরাল, ছাড় দিল না আইসিসিও

সচিনকে ‘সু-চিন’ বলে ব্যাপক ট্রোলড ট্রাম্প, ভিডিও মুহূর্তেই ভাইরাল, ছাড় দিল না আইসিসিও

মার্কিন প্রেসিডেন্টের মুখে এ কী নাম হল মাস্টারব্লাস্টারের, দেখুন Viral Video

মার্কিন প্রেসিডেন্টের মুখে এ কী নাম হল মাস্টারব্লাস্টারের, দেখুন Viral Video

মার্কিন প্রেসিডেন্টের মুখে এ কী নাম হল মাস্টারব্লাস্টারের, দেখুন Viral Video

 • Share this:

  #আহমেদাবাদ: সচিনের নাম উচ্চারণ করতে গিয়ে ‘সু’চিন বলেছিলেন ট্রাম্প ৷ ক্রিকেট ভগবানের নাম এভাবে ভুল উচ্চারণ করা মোটেই মেনে নিতে পারেনি ক্রিকেটপ্রেমী জনতা , এমনকি ঘটনায় বিরক্ত হয়ে ‘মজার মোড়কে’ ট্রাম্পকে খোঁচা দিতে ছাড়ল না ৷ এদিন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভারতের মন পাওয়ার জন্য হোমওয়ার্কটা নিঃসন্দেহে ভালোই সেরে এসেছিলেন ৷ পুর্নগঠিত মোতেরা এই মুহূর্তে সারা পৃথিবীর সবচেয়ে বড় ক্রিকেট স্টেডিয়াম ৷ তাই সেই মঞ্চে দাঁড়িয়ে ক্রিকেটের কথা উঠে এল ডোনাল্ড ট্রাম্পের গলায় ৷

  এক লক্ষ দর্শকাসনবিশিষ্ট মোতেরা স্টেডিয়ামের উচ্ছ্বসিত প্রশংসার পাশাপাশি ট্রাম্প বলেন , ‘এটা সেই দেশ যেখানে  বিশ্বের সেরা ক্রিকেটার সচিন তেন্ডুলকর থেকে বিরাট কোহলির জন্য চিয়ার করে গোটা দেশ ৷ ’ কিন্তু এখানেই তিনি গণ্ডগোল করেন ৷ সচিনের নাম উচ্চারণ করতে গিয়ে সেটা ‘সুচিন’ করে দেওয়ায় বেজায় চটেন ক্রিকেটফ্যানরা ৷ মাঠে উপস্থিত দর্শকদের হর্ষোল্লাসে অবশ্য সে সময় যে ট্রাম্প এতবড় ভুল করেছে বোঝা না গেলেও নেটিজেনরা ট্রাম্পের সেই ব্যক্তবের ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল করে দেন ৷

  এই ভিডিও পোস্ট করে ট্রাম্পকে একহাত নেওয়ার পাশাপাশি কেউই ছেড়ে কথা বলেননি আইসিসি বেশ বুদ্ধিদীপ্তভাবে ট্রাম্পকে ট্রোল করেছেন৷

  ট্রাম্পের মুখ থেকে সচিন বিরাটের নাম শোনামাত্রই গোটা স্টেডিয়ামে উল্লাসে মেতে ওঠে ৷ গোটা স্টেডিয়ামে হাজির ১ লক্ষ ১০ হাজার দর্শক একসঙ্গে নিজেদের পছন্দের হিরোর নাম ট্রাম্পের মুখে শুনে চিৎকার করে ওঠেন আনন্দে ৷ শুধু তাই নয় ডোনাল্ড ট্রাম্পের মুখে এই নাম শুনে হাসিতে ভরে ওঠে প্রধানমন্ত্রী  নরেন্দ্র মোদিরও মুখ ৷

  আরও পড়ুন - #Viral: গিন্নি ভাঙলেন লক্ষ্মীর ভাঁড়, বেরোল তাড়া তাড়া ২০০০ ও ৫০০ টাকার নোট, মুহূর্তে ভাইরাল Tiktok ভিডিও

  হাউস্টনে যেভাবে নরেন্দ্র মোদিকে স্বাগত জানাতে হাউডি মোদি আয়োজন হয়েছিল এখানে নরেন্দ্র মোদি তাই সেই ঢঙেই ডোনাল্ড ট্রাম্পকে স্বাগত জানাতে আয়োজন করেছেন নমস্তে ট্রাম্প ৷

  এদিনের অনুষ্ঠানে মোদি ছাড়াও উপস্থিত ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, গুজরাতের মুখ্যমন্ত্রী বিজয় রূপানি, বিসিসিআই প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায় ৷

  দুদিনের ভারত সফরে স্ত্রী মেলানিয়া ও কন্যা ইভাঙ্কাকে নিয়ে সোমবারই ট্রাম্প ভারতে পৌঁছেছেন ৷

  Published by:Debalina Datta
  First published: