হোম /খবর /খেলা /
‘কোনও পিতৃত্বকালীন ছুটি চাইনি, দেশের হয়ে খেলার জন্য দায়বদ্ধ ছিলাম’- গাভাসকর

‘কোনও পিতৃত্বকালীন ছুটি চাইনি, দেশের হয়ে খেলার জন্য দায়বদ্ধ ছিলাম’- ঘুরিয়ে কি বিরাটকে খোঁচা গাভাসকরের!

Photo- file

Photo- file

যখন তাঁর স্ত্রী প্রেগন্যান্ট তখন পিতৃত্বকালীন ছুটি চাননি! -সাফ জানিয়ে দিলেন সুনীল গাভাসকর৷

  • Last Updated :
  • Share this:

#মুম্বই: তিনি ভারতীয় তথা বিশ্ব ক্রিকেটের লেজেন্ড৷ কিন্তু তিনি ১৯৭৫-৭৬ -র সময় যখন তাঁর স্ত্রী প্রেগন্যান্ট তখন পিতৃত্বকালীন ছুটি চাননি! -সাফ জানিয়ে দিলেন সুনীল গাভাসকর৷ সম্প্রতি বিরাট কোহলি অস্ট্রেলিয়া সফরের মাঝপথ থেকে দেশে ফিরে আসবেন বলে জানিয়েছে ভারতীয় বোর্ড ৷ বিসিসিআই জানিয়েছে পিতৃত্বকালীন ছুটি চেয়েছিলেন ভারত অধিনায়ক যা মঞ্জুর করেছে তারা ৷ এরপরেই এর নিরিখে নানা কথাশুরু হয়েছে৷

রোহন গাভাসকর হওয়ার সময়ে গাভাসকর ভারতীয় দলের সঙ্গে জোড়া সফরে ছিলেন৷ ১৯৭৫-৭৬ এ সে সময় ভারত নিউজিল্যান্ডে খেলছিল৷ সম্প্রতি ইন্ডিয়ান এক্সপ্রেস একটি সংবাদে জানিয়েছিল সে সময় গাভাসকর ভারতীয় বোর্ডের কাছে পিতৃত্বকালীন ছুটি চেয়ে দেশে ফিরতে চেয়েছিলেন -যা মঞ্জুর করেনি ভারতীয় বোর্ড৷

তবে এই তথ্য ভুল বলে দাবি করে মিড ডে পত্রিকায় পুরো ঘটনার বিস্তারিত বিবরণ দিয়েছেন সুনীল গাভাসকর৷ গাভাসকর নিজের কলামে লিখেছেনন, ‘এটা ঠিক তবে কারণটা ঠিক নয়৷ তাই সেই রেকর্ডকে সোজাসুজি লেখার চেষ্টা করছি৷ প্রথমত আমার প্রেগন্যান্ট স্ত্রী সন্তানের জন্ম দেবেন আর আমি তাঁর পাশে থাকব এর জন্য আমি অনুমতি চায়নি৷ কারণ ১৯৭৫-৭৬ যখ জোড়া সফর অর্থাৎ নিউজিল্যান্ড ও ওয়েস্টইন্ডিজের জন্য বেরিয়েছিলাম তখন জানতাম আমার সন্তান হওয়ার সময় আমি দেশে থাকব না৷ আমি দেশের জন্য খেলব -আমার স্ত্রী -র এতে পুরো সমর্থণ ছিল৷ ’

‘চিকিৎসকরা আমার চোট সারানোর জন্য একটা চার সপ্তাহের বিরতি নিতে বলেছিলেন৷ ওয়েস্ট ইন্ডিজে পরের টেস্ট ম্যাচ তিন সপ্তাহ পরে ছিল৷ মাঝের সময়েও আমি খেলতে পারতাম না৷ আমি দলের ম্যানেজার শ্রদ্ধেয় পলি উমড়িগড়কে অনুরোধ করেছিলাম আমি কি নিজের খরচে দেশে ফিরে সরাসরি প্রথম টেস্টের খানিকটা আগে দলের সঙ্গে যোগ দিতে পারি৷ ফলে আমার টেস্ট মিস করার কারণ ছিল আমার চোট৷ আর বড় কথা আমি চোট সত্ত্বেও প্রথম টেস্ট খেলেছিলাম৷ ’

কোহলি ভারত -অস্ট্রেলিয়া অ্যাডিলেডে প্রথম টেস্ট খেলে দেশে ফিরবেন৷ প্রথম টেস্ট শুরু হবে ডিসেম্বরের ১৭ তারিখ থেকে৷

Published by:Debalina Datta
First published:

Tags: Sunil Gavaskar, Virat Kohli