#মুম্বই: ভারতের তারকা অলরাউন্ডার হার্দিক পান্ডিয়া (Hardik Pandya) নিজের বাবা হিমাংশু পান্ডিয়া (Himanshu Pandya) আবেগপ্রবণ হয়ে পড়েছেন ৷ গত মাসে হৃদরোগে আক্রান্ত হয়ে তাঁর মৃত্যু হয়৷ হার্দিক ও তাঁর ভাই ক্রুণাল পান্ডিয়া (Krunal Pandya) নিজের কেরিয়ার ও জীবনে তাঁর প্রভাব নিয়ে কথা বলেছেন ৷ এই দুই ভাই তারকা ক্রিকেটার হওয়ার আগে আর্থিক ভাবে পিছিয়ে থাকা অংশের মানুষ ছিলেন৷ হিমাংশু পান্ডিয়ার কার ফাইনান্সের ছোট ব্যবসা ছিল৷ কিন্তু ছেলেদের ক্রিকেট কেরিয়ারের জন্য ভাদোদরায় চলে এসেছিলেন৷
ভাদোদরায় এসে হিমাংশু নিজের দুই ছেলেকে হার্দিক ও ক্রুণালকে কিরণ মোরের অ্যাকাডেমিতে ভর্তি করে দেন৷ এরপর তাঁর কেরিয়ারের সংঘর্ষ আরও বেড়ে যায়৷ হার্দিক ও ক্রুণাল প্রচুর পরিশ্রম করে নিজেদের ক্রিকেট কেরিয়ার গুছিয়ে নেন৷ এঁরা প্রথমে আইপিএলে সুযোগ পান তারপর ভারতীয় দলে সু়যোগ পান৷
এই বাবা-র শ্রদ্ধাবনত হয়ে আবেগপ্রবণ হয়ে তাঁরা ভিডিও পোস্ট করেছেন৷ যেখানে তাঁরা বাবা-র জন্য প্রথম গাড়ি কিনে দেওয়ার ভিডিওটি পোস্ট করেছেন৷ দেখুন সেই ভিডিও৷
Knowing you are not here makes me cry ! But seeing you smile like a kid who got his candy makes me smile and remember you with so much joy !Love you dad pic.twitter.com/y8VXgQNUE6
— hardik pandya (@hardikpandya7) February 2, 2021
এই ভিডিওতে আসলে হার্দিকের বাবা ভীষণ আবেগপ্রবণ হয়ে পড়েছিলেন ৷ আর সেই ভিডিওটিই এখন আবেগে ভাসাচ্ছে দুই পান্ডিয়া ভাইদের৷