Home /News /sports /
বিখ্যাত ফুটবলার দাদু,নাতি ক্রিকেটার, ক্রিকেট বিশ্বকাপে বাঙালি মুখ ঋষভ মুখোপাধ্যায়

বিখ্যাত ফুটবলার দাদু,নাতি ক্রিকেটার, ক্রিকেট বিশ্বকাপে বাঙালি মুখ ঋষভ মুখোপাধ্যায়

ফুটবলার দাদুর, ক্রিকেটার নাতি। দক্ষিণ আফ্রিকায় চলছে অনূর্ধ্ব 19 বিশ্বকাপ। সংযুক্ত আরব আমিরশাহী দলে সুযোগ পেয়েছেন বাঙালি ঋষভ মুখোপাধ্যায়

  • Share this:

#কলকাতা: অনূর্ধ্ব ১৯ ক্রিকেট বিশ্বকাপে বাঙালি। তবে ভারতের জার্সিতে নন। সংযুক্ত আরব আমিরশাহীর হয়ে বিশ্বকাপ অভিযানে এইমুহুর্তে দক্ষিণ আফ্রিকায় রয়েছেন ঋষভ মুখোপাধ্যায়। অনূর্ধ্ব ১৯ এই ক্রিকেটারের আরেকটি পরিচয় আছে। ১৮ বছরের এই ক্রিকেটার ময়দানের বেকেনবাউয়ার গৌতম সরকারের নাতি। বিখ্যাত ফুটবলার গৌতম সরকারের দিদির ছেলে প্রদীপ্ত মুখোধ্যায়। তাঁর ছেলে ঋষব। গৌতম সরকারের ভাগ্নে প্রদীপ্তবাবু দেড় দশক ধরে কর্মসূত্রে দুবাইবাসী। তাঁর বড় ছেলে ঋষভ এবার UAE জার্সিতে অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপে হাজির। সিঁথির মোড়ের বাসিন্দা প্রদীপ্ত মুখোপাধ্যায়। তবে বহুদিনই দেশছাড়া।

বাবার হাত ধরে ৬ বছর বয়েসেই দুবাই চলে যায় ছোট্ট ঋষভ। একসময় ঋষবের বাবা প্রদীপ্তও ময়দানে প্রথম ডিভিশন ক্রিকেট খেলেছেন। চাকরির জন্য সেই স্বপ্ন বেশিদূর এগোয়নি। বাবার কাছেই ক্রিকেটের প্রাথমিক পাঠ ঋষভের। ছোট থেকেই ২২ গজের প্রতি আকর্ষণ। বল হাতে খাওয়া-ঘুম। ঋষভের হাত থেকে বল নেওয়া প্রায় অসম্ভব ছিল। ঋষবের উৎসাহ দেখে প্রদীপ্তবাবু স্থানীয় ক্রিকেট অ্যাকাডেমিতে ভর্তি করে দিয়েছিলেন। তারপর পুরোটাই স্বপ্নের উত্থান। বিশ্বকাপে প্রথম কোনও বাঙালি ক্রিকেটার হিসেবে অংশ নিচ্ছেন অন্য দেশের হয়ে।

শেষ তিন বছর আন্তঃ এমিরেটস টুর্নামেন্টে ব্যাটিং, বোলিংয়ে ভালো পারফরম্যান্স। ধাপে ধাপে সংযুক্ত আরব আমিরশাহী অনূর্ধ্ব উনিশ দলে জায়গা।

মূলত ডানহাতি অফস্পিনার ঋষভ। গতবছর মালয়েশিয়ার বিরুদ্ধে অভিষেক। দক্ষিণ আফ্রিকার মাটিতে বাঙালি হিসেবে বিশ্বকাপ খেলেছিলেন সৌরভ গঙ্গোপাধ্যায়। সেই দক্ষিণ আফ্রিকাতে যুব বিশ্বকাপে বাঙালি মুখ ঋষভ। প্রথম ২ ম্যাচে সুযোগ পাননি প্রথম একাদশে। শনিবার সুযোগ পেলে নিজের সেরাটা দিতে চান ঋষভ। তবে ছেলের খেলা দেখার আশায় প্রদীপ্ত মুখোপাধ্যায় সপরিবারে দক্ষিণ আফ্রিকাতে উড়ে গেছেন। দাদু গৌতম সরকারের যাওয়া কথা ছিল।

আরও পড়ুন - #IndvsNZ : কোহলিকে আউট করতে দুরন্ত ক্যাচ মার্টিন গাপ্তিলের ,দেখুন ভিডিও

তবে তিনি শেষপর্যন্ত যেতে পারেননি। নাতি খেললে টিভিতে সেই ম্যাচ দেখতে চান। তবে ভারত বনাম সংযুক্ত আরব আমিরশাহির ম্যাচে কাকে সমর্থন করবেন গৌতম বাবু? সেই প্রশ্নের উত্তরে বিখ্যাত ফুটবলারে মজার উত্তর। "আমি চাই নাতি খুব ভালো খেলুক আর ভারত জিতুক"। গৌতম সরকারের আরও একটি স্বপ্ন রয়েছে। একদিন ঋষব ভারতীয় জার্সিতে খেলবেন। ঋষভও নাকি দাদুর কাছে ভারতীয় জার্সিতে খেলতে চান বলে জানিয়েছেন।

আরও দেখুন

Published by:Debalina Datta
First published:

Tags: Rishab Mukherjee, Under 19 World Cup, অনুর্ধ্ব ১৯ বিশ্বকাপ, গৌতম সরকার

পরবর্তী খবর