#জয়পুর: প্রাক্তন ভারত অধিনায়ক ও কংগ্রেস নেতা মহম্মদ আজহারউদ্দিনের গাড়ি অ্যাক্সিডেন্টের মুখে পড়ল৷ বুধবার সকালে রাজস্থানের সুরওয়ালে এইঅ্যাক্সিডেন্ট হয়৷ পার্সোনাল অ্যাসিসটেন্টের মতে এই ভয়াবহ দুর্ঘটনায় আজহারের কোনও ক্ষতি হয়নি ৷ এই খবর জানিয়েছে সর্বভারতীয় সংবাদসংস্থা এএনআই৷
সর্বভারতীয় সংবাদমাধ্যম জানিয়েছে দুর্ঘটনাটি ঘটেছে লালসট -কোটা হাইওয়েতে৷ তাঁর গাড়ি পালটি খেয়ে রাস্তার পাশের গর্তে পড়ে যায়৷ প্রাক্তন তারকা ক্রিকেটার কোনওভাবে বড় বিপদের হাত থেকে বাঁচেন৷ তাঁর বড় কোনও চোট আঘাত লাগেনি৷ আজহার রণথম্ভোর থেকে পরিবারের সঙ্গে ফিরছিলেন৷ গাড়ির অ্যাক্সিডেন্ট হলে তাঁকে ও তাঁর পরিবারের সদস্যদের অন্য গাড়িতে হোটেলে ফেরানো হয়৷
Former Cricketer Mohammad Azharuddin's car met with an accident in Soorwal, Rajasthan earlier today.
আজহার ভারতের জার্সি গায়ে ৯৯ টি টেস্ট খেলেছেন৷ একটা সময়ে একদিনের আন্তর্জাতিক ম্যাচে একসময়ে তিনি সর্বোচ্চ রানের মালিক ছিলেন৷ সচিন তেন্ডুলকর তাঁকে পরে টপকে যান৷
আজহার ভারতকে আইসিসি ক্রিকেট বিশ্বকাপে ১৯৯২ থেকে ১৯৯৯ অবধি দলকে নেতৃত্ব দিয়েছিলেন৷ তাঁর নেতৃত্বে ১৯৯৬ সালে সেমিফাইনালে পৌঁছেছিল ভারত৷