Home /News /sports /
জামশেদপুর জয় করেও  অনিশ্চিত শেষ চার, জটিল অঙ্কে ইস্টবেঙ্গলের আইএসএল প্লে-অফ

জামশেদপুর জয় করেও  অনিশ্চিত শেষ চার, জটিল অঙ্কে ইস্টবেঙ্গলের আইএসএল প্লে-অফ

Photo- File

Photo- File

প্রাক্তন ফুটবলারদের মতে, ১৫ ম্যাচ পেরিয়ে এলেও ইস্টবেঙ্গলের যথাযথ প্রথম একাদশটাই সেট করতে পারছিলেন না কোচ রবি ফাওলার।

  • Share this:

# কলকাতা : অবশেষে জয় এল। ঘরে এল বহু প্রতিক্ষীত তিন পয়েন্ট। অঙ্কের হিসেবে প্লে-অফের দৌড়ে টিমটিম করে জ্বলে রইল মশাল। কিন্তু সেটা স্রেফ অঙ্কের বিচারেই। জামশেদপুর এফসির বিরুদ্ধে তিন পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলে ১৬ ম্যাচে ১৬ পয়েন্ট নিয়ে দলগত অবস্থানের নিরিখে নয় নম্বরে এসসি ইস্টবেঙ্গল। সাতের আইএসএলে হাতে এখনও চার ম্যাচ। সম্ভব প্লে-অফ? কী বলছেন প্রাক্তন ফুটবলাররা?

অঙ্কের বিচারের শেষ চারের দৌড়ে টিকে থাকলেও বাস্তবে সম্ভব নয়। এবারের আইএসএলে ইস্টবেঙ্গলের আশা শেষ। পয়েন্টগত অবস্থানের দিক দিয়ে টেবিলের যতোটা ওপরে ওঠা যায়, সেটা এবার প্রাপ্তি লাল-হলুদের। এসসি ইস্টবেঙ্গলের পরের ম্যাচ হায়দরাবাদ এফসি-র বিরুদ্ধে ১২ ফেব্রুয়ারি। ১৬ ম‍্যাচে ২৩ পয়েন্ট নিয়ে প্লে-অফের দৌড়ে প্রবল ভাবে রয়েছে হায়দরাবাদ এফসি। ১৯ ফেব্রুয়ারি মর্যাদার ডার্বি। এসসি ইস্টবেঙ্গল মুখোমুখি এটিকে-মোহনবাগানের। ৩০ পয়েন্টের গন্ডি পেরিয়ে এটিকে-মোহনবাগান ইতিমধ্যেই শেষ চারে পৌঁছে গিয়েছে। সুতরাং ইস্টবেঙ্গলের জন‍্য প্লে-অফের অঙ্ক শুধু কঠিন নয়, একইসঙ্গে অসম্ভব ও, মেনে নিচ্ছেন প্রশান্ত বন্দ্যোপাধ্যায়, মানস ভট্টাচার্য, রঞ্জন ভট্টাচার্যের মত প্রাক্তন ফুটবলাররা।

প্রশান্ত বন্দ‍্যোপাধ‍্যায় বলছেন,"চিফ কোচ রবি ফাওলারের নির্বাসন ইস্টবেঙ্গলের জন‍্য শাপে বর হয়েছে। জামশেদপুর এফসি-র বিরুদ্ধে লাল-হলুদের প্রথম একাদশ নির্বাচন, ফুটবলার পরিবর্তন অনেকটাই ম‍্যাচের গতি প্রকৃতির সঙ্গে সামঞ্জস্য রেখেই হয়েছে।" সহকারী কোচ অ্যান্টনি গ্রান্টের ফুটবল বুদ্ধির প্রশংসা করতেও থামছেন না প্রশান্ত বন্দ্যোপাধ্যায়, রঞ্জন ভট্টাচার্যরা।

প্রাক্তন ফুটবলারদের মতে, ১৫ ম্যাচ পেরিয়ে এলেও ইস্টবেঙ্গলের যথাযথ প্রথম একাদশটাই সেট করতে পারছিলেন না কোচ রবি ফাওলার। রবিবার জামশেদপুর এফসি-র বিরুদ্ধে লাল হলুদের প্রথম একাদশ নির্বাচন সন্তুষ্ট করেছে প্রাক্তনদের। ইস্টবেঙ্গলের খেলাতেও ছিল  জেতার তাগিদ। শুধু ৩৬৭টি পাস খেলাই নয়, পাসিং অ্যাকিউরেসিতেও প্রতিপক্ষকে টেক্কা দিয়েছে ব্রাইট এনোবাখারে, মাঘোমা, পিলকিংটনরা। তবে এতো কিছুর পরেও ম‍্যাচের ৮৩ মিনিটে গোল খাওয়া চিন্তা বাড়িয়েছে টিম ম্যানেজমেন্টের। সাতের আইএসএলে লাল-হলুদের হাতে বাকি চার ম‍্যাচ। প্লে-অফ সম্ভব নয়। কিন্তু ক্লাবের শতবর্ষে সম্মানজনক ভাবে শেষ তো হতেই পারে!

PARADIP GHOSH

Published by:Debalina Datta
First published:

Tags: East Bengal, ISL, SC East Bengal

পরবর্তী খবর