#ধরমশালা : দুনিয়ার সবেচেয় সুন্দর মাঠেদের মধ্যে অন্যতম ধরমশালা ৷ Dharmashala Cricket Stadium -এ ভারতে আয়োজিত হতে চলা টি টোয়েন্টি বিশ্বকাপের আয়োজন হতে চলেছে৷ এমনটাই ইঙ্গিত মিলেছে এইচ পিসিএ -র অ্যানুয়াল জেনারেল মিটিংয়ের পরে বিসিসিআই কোষাধ্যক্ষ অরুণ ধুমল (Arun Dhumal) ৷ ধরমশালায় বিশ্বকাপ আয়োজন করার জন্য সচেষ্ট৷
টি টোয়েন্টি বিশ্বকাপের একটি ম্যাচ যদি ধরমশালা আয়োজন করে তাহলে হিমাচল প্রদেশ ক্রিকেট অ্যাসোসিয়েশন স্থানীয় ক্রিকেটের দিন বদল হবে৷ হিমাচল প্রদেশে টি টোয়েন্টি বিশ্বকাপ করানোর পুরো চেষ্টা করতে হবে৷
তিনি জানিয়েছেন কোভিড পরিস্থিতি ভারতীয় ক্রিকেট বোর্ডকে বড় প্রশ্নের সামনে দাঁড় করিয়ে দিয়েছে৷ কিন্তু তারপরেও বোর্ড সাহসী সিদ্ধান্ত নিয়েছে তারফলে দুবাইতে আইপিএল আয়োজন করেছে৷ যা সফল হয়েছে৷ এরমধ্যে ৩০ হাজারেরও বেশি কোভিড টেস্ট হয়েছে৷ তাতে কোনও পজিটিভ কেস আসেনি৷ এখনও অবধি এটা আইপিএলের সফলতম মরশুম৷ তিনি জানিয়েছেন এবার টি টোয়েন্টি ক্রিকেট বিশ্বকাপ আয়োজনের সময়৷ এই টুর্নামেন্ট ৭ টি ভ্যেনুতে আয়োজন করা হবে৷ এতেই চেষ্টা করা হবে যাতে কিছু ম্যাচ ধরমশালায় আয়োজন করা যায়৷ এই বৈঠকে কেন্দ্রীয় রাজ্য মন্ত্রী অনুরাগ ঠাকুরকে সম্মানিত করা হয়েছে৷
করোনা কালে পর্যটন ব্যবসার ব্যাপক ক্ষতি হয়েছে৷ হিমাচলে হোটেল, ট্যাক্সি ও সব ধরণের ব্যবসা একেবারে বড়সড় ক্ষতি দেখেছে৷ সেখানে টি টোয়েন্টি ক্রিকেট বিশ্বকাপ ফের একবার সবকিছুকে ঠিক করতে পারে৷ করোনা শুরুর সময়ে মার্চ মাসে ধরমশালায় আন্তর্জাতিক ম্যাচ বন্ধ করে দেওয়া হয়েছিল৷ এরপর আর কোনও ম্যাচ ভারতের মাটিতে আয়োজন করা যায়নি৷
ধরমশালায় যদি বিশ্বকাপের ম্যাচ আয়োজিত হয় তাহলে হিমাচলের পর্যটনের পাশাপাশি ক্রিকেটের মানেরও এক ধাক্কায় অনেকটা উন্নতি হবে৷