#CWC2019: কেন সাত নম্বরে ধোনি? প্রশ্নের জবাবে যা জানালেন শাস্ত্রী

Bangla Editor | News18 Bangla
Updated:Jul 12, 2019 03:43 PM IST
#CWC2019: কেন সাত নম্বরে ধোনি? প্রশ্নের জবাবে যা জানালেন শাস্ত্রী
Bangla Editor | News18 Bangla
Updated:Jul 12, 2019 03:43 PM IST

#লন্ডন : ভারতীয় দলের প্রধান কোচ রবি শাস্ত্রী -র বর্তমান যে চুক্তি রয়েছে তাতে এই বিশ্বকাপই শেষ বড় টুর্নামেন্ট ৷ নিউজিল্যান্ডের বিরুদ্ধে ১৮ রানের হারের পর ভারতীয় ক্রিকেট ফ্যানরা বেশ বিমর্ষ ৷ ফ্যান থেকে শুরু করে বিশেষজ্ঞ সকলেই ধোনিকে কেন সাত নম্বরে নামানো হল এই প্রশ্ন তুলেছিলেন ৷ সৌরভ গঙ্গোপাধ্যায় প্রশ্ন তুলেছিলেন কেন এরকম হল ৷

তবে রবি শাস্ত্রী জানিয়েছেন ধোনিকে পরে নামানোর সিদ্ধান্ত দলগত ছিল ৷ শাস্ত্রী বলেছেন, ‘‘এটা দলের সিদ্ধান্ত ছিল, সকলে এই সিদ্ধান্তের পক্ষে ছিল ৷ কারণ এটা কেউই চাইবে না ধোনি তাড়াতাড়ি ব্যাট করতে নেমে আউট হয়ে প্যাভিলিয়নে ফিরে আসুক ৷ তাহলে তাড়া করার বিষয়টা তখনই শেষ হয়ে যেত ৷ ওঁর অভিজ্ঞতা আমরা পরে কাজে লাগাতে চেয়েছিলাম ৷ ও সর্বকালীন সেরা ফিনিশার ৷ ওকে সেই সুযোগ না দেওয়াটা অপরাধের মধ্যে পড়ত ৷ গোটা দল এই বিষয়টি নিয়ে একমত ছিল ৷ ’’

আরও পড়ুন - #CWC2019: হেরে গেলেও এখনই দেশে ফেরা হচ্ছে না কোহলি-ধোনিদের

‘ট্রেন্ট বোল্ট যখন বল করছিল তখন ঋষভ পন্থ ভালোই সামাল দিচ্ছিল ৷ আপনারা বলতে পারেন পন্থ যেরকম শুরু করেছিল সেটা যদি ওরকমভাবে থেমে না যেত তাহলে.. তবে এটাই খেলা ৷’ ওঁকে শিখতে হবে, সেটা ও জানে ৷

আরও পড়ুন - #CWC2019: বিশ্বকাপের ময়নাতদন্তে বোর্ড, দেশে ফিরলেই জবাবদিহি শাস্ত্রী-কোহলির

Loading...

পান্ডিয়া-পন্থের আউট হওয়ার পরেও কোচ রবি শাস্ত্রী তাদের ভুল ঢেকেছেন ৷ তাঁর মতে যেভাবে দল নিজেদের জাত চিনিয়েছে ঠিক তেমনিই লড়াই দিয়েছে ভালোরকম ৷

 ধোনির পারফরম্যান্সের ভূয়সী প্রশংসা করেছেন শাস্ত্রী ৷ তিনি বলেছেন , ‘‘ ধোনি দুর্দান্ত ৷ ওরকম দুর্ভাগ্যজনক রান আউট , ও নিজের মাথার মধ্যে জয়ের অঙ্ক হিসেব করছিল ৷ কতটা মারবে আর কতটা নাসিমের শেষ ওভারের জন্য জমিয়ে রাখবে ৷ ও মাথায় পুরো বিষয়টি টিকটিক করছিল ৷ ও খুব মারাত্মক ভাব চাইছিল ম্যাচটা বার করতে তাই ও যখন আউট হয়ে প্যাভিলিয়নে ফিরে এসেছিল তখন ওর মুখটা ওরকম হয়েছিল ৷ ’

আরও দেখুন

 

First published: 03:43:49 PM Jul 12, 2019
পুরো খবর পড়ুন
Loading...
अगली ख़बर