#CWC2019: ম্যাঞ্চেস্টার সেমিফাইনালে বৃষ্টির পূর্বাভাস, ভেস্তে গেলে কী হবে ভারতের

#CWC2019: ম্যাঞ্চেস্টার সেমিফাইনালে বৃষ্টির পূর্বাভাস, ভেস্তে গেলে কী হবে ভারতের
  • Share this:

#ম্যাঞ্চেস্টার:  ভারত বনাম নিউজিল্যান্ড ম্যাচ ঘিরে ধুন্ধুমার ৷ গ্রুপ পর্বের নিউজিল্যান্ডের বিরুদ্ধে ম্যাচটি বৃষ্টির কারণে ভেস্তে গিয়েছিল ৷ এবার সেমিফাইনালে সেই কেন উইলিয়ামসনের নিউজিল্যান্ড ৷ অঙ্কের হিসেব নিকেশ করা চলছে, টিম সাজানো চলছে ৷ তবে এরমধ্যেই ফের শিরোনামে আবহাওয়া ৷

ম্যাঞ্চেস্টার ৯ জুলাই খেলা হবে ভারত বনাম নিউজিল্যান্ড সেমিফাইনাল ৷ সেই সেমিফাইনালের আবহাওয়ার পূর্বাভাসে বৃষ্টির প্রভাব দেখা যাচ্ছে ৷ এদিন দিনের বিভিন্ন সময় মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভবনা রয়েছে ৷

Photo Courtesy- Accuweather Photo Courtesy- Accuweather

 সকলেই ভাবতে পারেন গ্রুপ পর্বে আইসিসি কোনও রিজার্ভ ডে না রাখায় ম্যাচ থেকে পয়েন্ট ভাগ করে নিতে হয়েছিল ৷ এবার তো রিজার্ভ ডে আছে কারণ সেমিফাইনাল ম্যাচের রেজাল্ট তো হতেই হবে ৷ তাহলে খবর শুধু মঙ্গলবারই নয় বুধবারও ম্যাঞ্চেস্টারে বৃষ্টির পূর্বাভাসই রয়েছে ফলে এদিনও ম্যাচ না খেলা হতে পারে ৷ সেক্ষেত্রে ভারতীয় ফ্যানদের জন্য দারুণ খুশির খবর ৷

Manchester 1

কারণ ভারত যেহেতু গ্রুপ টপ হয়ে সেমিফাইনালের টিকিট পেয়েছে তাই সেমিফাইনাল ভেস্তে গেলে সরাসরি ফাইনালের টিকিট পেয়ে যাবে বিরাট কোহলি ও কোং ৷

 আরও দেখুন

 

First published: 03:11:43 PM Jul 08, 2019
পুরো খবর পড়ুন
अगली ख़बर