#হেডেংলি : শিখর ধাওয়ান চোট পেয়ে বিশ্বকাপ থেকে বিদায় নেওয়ার পর ওপেনিং স্লটে শিকে ছিঁড়েছিল কেএল রাহুলের ৷ শনিবাসরীয় হেডেংলিতে দারুণ শতরানের পর তিনি প্রমাণ করে দিলেন মেক শিফট নয়, নিজের পূর্ণ যোগ্যতাতেই বিশ্বকাপের মতো মঞ্চে ওপেনারের দায়িত্ব সামলাচ্ছেন তিনি ৷
শ্রীলঙ্কার বিরুদ্ধে ম্যাচে ১১৮ বলে ১১ রান করলেন কেএল রাহুল ৷ এটা বিশ্বকাপে রাহুলের প্রথম শতরান ৷ এদিন তাঁর শতরানে রয়েছে ১১ টি চার ও ১ টি ছয় ৷ এদিনের আগে পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচে একটি অর্ধশতরানকরেছিলেন , বাংলাদেশের বিরুদ্ধে ৭৭ করে থমকেছিল ইনিংস তবে এদিন শতরান করার জন্য একেবারে মনপ্রাণ লাগিয়েই খেলছিলেন তিনি ৷ আর সেটাতে সাফল্য এল ৷ এদিনের কেএল রাহুলের শতরান তাঁকে মানসিকভাবে যেমন অনেকটা এগিয়ে দিল ঠিক তেমনিই মেন ইন ব্লু-য়ের জন্যেও এটা দারুণ খবর ৷ কারণ দারুণ ফর্মে রয়েছেন ওপেনার রোহিত শর্মা তাঁর সঙ্গীও ধীরে ধীরে পিক করছেন ৷ সামনে মহা গুরুত্বপূর্ণ সেমিফাইনাল ফলে দারুণ খুশি সকলেই ৷
আরও দেখুন
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: ICC Cricket World Cup 2019, KL Rahul, কেএল রাহুল, ক্রিকেট বিশ্বকাপ ২০১৯