#ম্যাঞ্চেস্টার: ২০১৯ ক্রিকেট বিশ্বকাপে সেরা রান সংগ্রাহকারীদের তালিকায় ন নম্বরে রয়েছেন ৷ তাঁর রান ৪৪২ ও গড় ৬৩ -র বেশি৷ যেটাকে কেউ মন্দ বলতে পারবেন না৷ তবুও ঠিক ভালো যেন লাগছে না ৷ বিশ্বের অন্যতম সেরা ক্রিকেটার সেরা রান সংগ্রহকারীদের তালিকার ন নম্বরে বিষয়টা দলকে হালকা হলেও চিন্তা রাখছে ৷ রোহিত শর্মা এবারের বিশ্বকাপে রয়েছেন বিধ্বংসী ফর্মে ৷ বিরাটও নিজের মধ্যের সেই পশুটাকে খুঁজছেন ৷
বিরাট কোহলি এবারের বিশ্বকাপে তিনটি অর্ধ শতরান করলেও একটিও শতরানে নিয়ে যেতে পারেননি ৷ এর আগে ২০১৭ সালে এরকম হয়েছিল যখন বিরাট অর্ধ শতরান করেও সেটাকে শতরানে পরিণত করতে পারেননি ৷ তাই নিউজিল্যান্ডের বিরুদ্ধে সেমিফাইনালে সেরকম একটা পরিণত ইনিংস খেলার লক্ষ্যে মরিয়া ৷ ল অ্যাভারেজের সূত্র ধরেই এবারের বিশ্বকাপে কোহলিকে বেশ খানিকটা হলেো ঢেকে দিয়েছেন রোহিত শর্মা ৷
দক্ষিণ আফ্রিকা, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড ও বাংলাদেশ এই চার দলের বিরুদ্ধেই রোহিতের ক্যাচ ড্রপ হয়েছিল ৷ পাকিস্তান নষ্ট করেছিল রান আউটের সুযোগ আর এই সব সুযোগগুলিই কাজে লাগিয়ে বিশ্বকাপে পাঁচটা শতরান সেরে নিয়েছেন হিটম্যান ৷
অন্যদিকে কোহলি অনেক সহজ সুযোগে আউট হয়ে গেছেন ৷ এই ভুলগুলি থেকে শিক্ষা নিয়ে সেমিফাইনালে এক অন্য কোহলিকে পাওয়া যাবে এমনটাই মনে করছে ক্রিকেট মহল ৷ রোহিত যে ফর্মে রয়েছেন সেটা ধরে রাখুন আর বিশ্বকাপে নিজের ভুলগুলি শুধরে নিয়ে কামাল ক্যাপ্টেন কামাল ফর্ম দেখান সেটাই চাইছে ক্রিকেট মহল ৷
আরও দেখুন
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: ICC Cricket World Cup 2019, India vs New Zealand, ক্রিকেট বিশ্বকাপ ২০১৯, ভারত বনাম নিউজিল্যান্ড, সেমিফাইনালে ভারত