#CWC2019: ফের ভারতীয় শিবিরে চোটের হামলা

#CWC2019: ফের ভারতীয় শিবিরে চোটের হামলা
Photo- Reuters

 • Share this:

  #ম্যাঞ্চেস্টার : প্রথমে শিখর ধাওয়ান তারপর বিজয় শঙ্কর চোটের কারণে ছিটকে গেছেন ইতিমধ্যেই এই দুই ভারতীয় ক্রিকেটার ৷ এবার ফের চোট শঙ্কা ঘনাল ৷ ভারত বনাম নিউজিল্যান্ড বৃষ্টিবিঘ্নিত সেমিফাইনালে ফের চোট হানা ৷

  ওল্ড ট্র্যাফোর্ডে ৩ ওভার ফিল্ডিংয়ের সময় বিশ্রাম নেন হার্দিক পান্ডিয়া ৷ তারপর মাঠে ফিরলেও মাঠে তাঁর মুভমেন্ট খুব একটা সহজ ছিল না ৷ হার্দিক পান্ডিয়া এদিন ১০ ওভার বল করে ৫৫ রান দিয়ে ১ উইকেট নেন ৷ বল নিয়ে খুব স্বচ্ছন্দ্য দেখাচ্ছিল না তাঁকে ৷

  পপপ


  নিজের প্রথম বোলিং স্পেলেই মাসল পুল হয় তাঁর ৷ এরপরেই তিনি চলে যান ড্রেসিং রুমে ৷ ম্যাচের ১৬ তম ওভারে প্রথম স্পেলে নিজের চতুর্থ ওভার বল করছিলেন তিনি ৷ এরপর দেখা যায় ভারতীয় দলের ফিজিও প্যাট্রিক ফারহার্ট তাঁকে চিকিৎসা করছেন ৷  পান্ডিয়ার জায়গায় ফিল্ডিং করতে আসেন মায়াঙ্ক আগরওয়াল ৷ ২০ ওভারে আবার মাঠে ফেরেন তিনি আর ২৭ ওভারে ফের বোলিং শুরু করেন ৷

  আরও দেখুন

  First published: