#কলম্বো : শিখর ধাওয়ানের (Shikhar Dhawan) নেতৃত্বাধীন ভারতীয় ক্রিকেট দল (Team India) শ্রীলঙ্কার বিরুদ্ধে দ্বিতীয় একদিনের ম্যাচ খেলতে মাঠে নেমেছে৷ তাদের তিন ম্যাচের সিরিজ এই ম্যাচেই পকেটে ঢুকিয়ে নেওয়া৷ ভারত প্রথম ম্যাচ ৭ উইকেটে জিতেছে৷ প্রথম একদিনের ম্যাচে কুলদীপ যাদব, যুজবেন্দ্র চাহাল , দীপক চাহার ও ক্রুণাল পান্ডিয়া দারুণ বোলিং করেছেন৷ আয়োজক দেশ প্রথমে পঞ্চাশ ওভারে ৯ উইকেটে ২৬২ রান করে৷ উত্তরে ভারত মাত্র ৩ উইকেট খুইয়ে জয়ের লক্ষ্যে পৌঁছে যায়৷ পৃথ্বী শ ৪৩ রান, শিখর ধাওয়ান ৮৬, ইশান কিষান অভিষেকেই ৫৯ রান করেন৷ এখন দুই দলেরই নজরে আজকের দ্বিতীয় একদিনের ম্যাচ৷ সেখান থেকে শ্রীলঙ্কা ফিরে আসতে চাইবে৷ সেখানে ভারত চাইবে এই ম্যাচ জিতে সিরিজে কব্জা করে নিতে৷ যদি ম্যাচের দিনে আবহাওয়া কীরকম থাকবে জানতে চান তাহলে বৃষ্টির সম্ভবনা নেই জানাচ্ছে আবহাওয়া দফতর৷
প্রথম ম্যাচে বৃষ্টি ও তুফানের পূর্বাভাস থাকলেও কোনও বাধাবিঘ্ন ছাড়াই ম্যাচ হয়ে গেছে৷ মঙ্গলবারে অবশ্য এখন অবধি বৃষ্টির সম্ভবনা নেই৷ কিন্তু আকাশ মেঘাচ্ছন্ন থাকবে৷ তাপমাত্রা ২৮ থেকে ৩০ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকবে৷ আর্দ্রতা থাকবে ৬৯ শতাংশ৷
ভারত- শিখর ধাওয়ান (অধিনায়ক), পৃথ্বী শ, দেবদত্ত পাডিক্কল, রুতুরাজ গায়কোয়াড়, সূর্যকুমার যাদব, মণীষ পাণ্ডে, নীতিশ রাণা, ইশান কিষাণ,সঞ্জু স্যামসন, হার্দিক পান্ডিয়া, ক্রুণাল পান্ডিয়া, কৃষ্ণাপ্পা গৌতম, যুজবেন্দ্র চাহাল, কুলদীপ যাদব, বরুণ চক্রবর্তী, রাহুল চাহার, দীপক চাহার, ভুবনেশ্বর কুমার, চেতন সকরিয়া, নবদীপ সাইনি
শ্রীলঙ্কা- দাসুন শনাকা (অধিনায়ক), ধনঞ্জয় ডি সিলভা, অবিষ্কা ফার্নান্ডো, ভানুকা রাজপক্ষে, পথুম নিসংকা, চরিত অসলঙ্কা, বনিন্দু হসরঙ্গা, অশেন বংডারা, মিনোদ ভানুকা, লাহিরু উদারা, রমেশ মেন্ডিস, চমিকা করুণারত্নে, দুষ্মনথা চমিরা, লক্ষ্মণ সংদাকন, অকিলা ধনঞ্জয়, শিরন ফর্নান্ডো, কসুন রজিতা, লাহিরু কুমারা, ইসুরু উদানা৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Indian Cricket Team