• Home
 • »
 • News
 • »
 • sports
 • »
 • মাহির নয়া ভিডিও ভাইরাল, সেপ্টেম্বরেই মাঠে ফিরছেন কি ধোনি!

মাহির নয়া ভিডিও ভাইরাল, সেপ্টেম্বরেই মাঠে ফিরছেন কি ধোনি!

Photo Courtesy- CSK/ Twitter Video Grab

Photo Courtesy- CSK/ Twitter Video Grab

চেন্নাই সুপার কিংস মাহির হাসির ভিডিও পোস্ট করা মাত্রই তা সুপার ভাইরাল

 • Share this:

  #চেন্নাই: মহেন্দ্র সিং ধোনি ক্রিকেটে নেই এক বছরের বেশি সময় ৷ কিন্তু ফ্যানদের মন থেকে কোনওদিন দূরে সরে যাননি ৷ যখনই কোনও ছবি বা ভিডিও দেখতে পান মাহি ফ্যানরা , তখনই তা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায় ৷ ধোনির একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় পোস্ট হয় শুক্রবার ৷ যেখানে কুল ধোনিকে বিন্দাস মেজাজে দেখা যাচ্ছে ৷

  ধোনির এই ভিডিও চেন্নাই সুপার কিংস তাদের সোশ্যাল হ্যান্ডেল পোস্ট করেছে ৷ পজিটিভ ভাবনা ভীষণ জরুরি - এই ট্যাগলাইনে মাহির ভিডিও দিয়েছে তারা ৷

  ধোনির এই ভিডিও সোশ্যাল হ্যান্ডেলে আসার পরেই ফ্যানরা মাহির নিউ লুক দেখে স্বস্তি পেয়েছেন ৷ এই ভিডিওকে ধোনিকে খুশি দেখাচ্ছে ৷ এই ভিডিওটি আসলে ধোনির কোনও ভিডিও কলের ছবি ৷ এই ভিডিওতে ধোনিকে হাসতে দেখা যাচ্ছে ৷ আর তার লুকও এতে আগের চেনা ধোনির থেকে অনেকটাই আলাদা ৷

  সেপ্টেম্বরেই খুব সম্ভবত ফের ক্রিকেটে ফিরবেন মহেন্দ্র সিং ধোনি ৷ তবে ২০১৯ ক্রিকেট বিশ্বকাপের সেমিফাইনালের পরে আর কোনও ম্যাচ খেলেননি ধোনি৷ এরকম খবর রয়েছে যে ২৬ সেপ্টেম্বর থেকে শুরু হতে পারে এবারের আইপিএল ৷ ধোনি চেন্নাই সুপার কিংসের অধিনায়ক ৷ এবারের আইপিএলের সূত্র ধরেই ফের জাতীয় দলে কামব্যাকের রাস্তা খুলতে পারে ধোনির ৷

  Published by:Debalina Datta
  First published: