#নয়াদিল্লি: ভারতীয় ক্রিকেট দলের জন্য করোনা ভাইরাসের জন্য লম্বা সময় ধরে বায়ো বাবলে (Bio-Bubble) থাকতে হয়েছে৷ যা মোটেই সহজ ছিল না৷ কিন্তু এই সময়ে দলের জন্য একটা খুবই ভালো বিষয় ঘটে গেছে৷ ভারতীয় দলের দুই তারকা বিরাট কোহলি (Virat Kohli) , রোহিত শর্মার (Rohit Sharma) ব্যক্তিগত সম্পর্কের উন্নতি ঘটেছে৷ যার জন্য দলের প্রধান কোচ রবি শাস্ত্রী (Ravi Shastri) ভূমিকা অনবদ্য৷
টাইমস অফ ইন্ডিয়া -য় প্রকাশিত খবর অনুযায়ি সূত্রের খবর ভারত বনাম ইংল্যান্ড সিরিজ চলাকালীন বিরাট ও রোহিত এক অপরের সঙ্গে সময় কাটানোর পেয়েছিলেন৷ এরমধ্যেই তাঁদের দু‘জনের তলানিতে থাকা সম্পর্ক সকলেরই জানা৷ একে অপরের সঙ্গে তাঁরা কাজের সময় বাদে কথা বলতেন না৷ কিন্তু এই পর্বে পুরনো কথা ভুলে গিয়ে নতুন ফর্ম্যাটে নতুন সম্পর্ক তৈরি করে ফেলেছেন৷ কিছু দিন আগে অবধি এই সম্পর্ক যে জায়গায় ছিল তার থেকে এখন সেটা ১৮০ ডিগ্রি ঘুরে গিয়ে বন্ধুত্ব হয়ে গেল৷
টিম সূত্রে খবর গত কয়েক সপ্তাহে বিরাট ও রোহিতের সম্পর্কে প্রভূত উন্নতি হয়েছে৷ এই দুই ক্রিকেটার নিজেদের খেলা, নিজের দায়িত্ব আর সামনের চ্যালেঞ্জগুলি সম্পর্কে ভালোভাবে অবহিত৷ আর এই প্রতিটা বিষয়েই এখন দু‘জনে একমতও হচ্ছেন অনেক বেশি৷ তাঁদের বোঝানো হয়েছে যদি তাঁরা একইরকম চিন্তা ভাবনা করেন তাহলে তা দলের জন্য মঙ্গলদায়ক হবে৷ আর তাঁদের এই ভাবনার ফসল ইতিমধ্যেই দেখা গেছে৷ ভারত বনাম ইংল্যান্ড সিরিজে তাঁরা বেশিরভাগ সিদ্ধান্তে একমত হওয়ার কারণে ফলাফল এত ভালো হয়েছে৷
সূত্রের খবরের ভিত্তিতে টাইমস অফ ইন্ডিয়া জানিয়েছে বাইরেও এঁদের সম্পর্ক নিয়ে এত কথা হচ্ছিল যে তার প্রভাব এঁদের সম্পর্ককে আরও তিক্ত করে দিচ্ছিল৷ তার ফল ভুগতে হচ্ছিল টিম ইন্ডিয়ার সদস্যদেরও৷ সমস্ত পেশাদারেরই নিজেদের নিজেদের মত থাকে৷ বিরাট ও রোহিতেরও স্বাভাবিকভাবেই দু রকমের মত থাকা খুবই স্বাভাবিক ব্যাপার৷ কিন্তু তার সূত্র ধরে যে ভাবে গসিপ (gossip) ছড়িয়ে পড়ছিল তা দলের ও তাদের জন্য খুবই ক্ষতিকারক হচ্ছিল৷ ইংল্যান্ড সিরিজেই তাই তাঁদের ভাবনাচিন্তারও অনেক পরিবর্তন হয়ে গেছে৷
বিরাট ও রোহিত এখন একেবারে চেষ্টা করে নিজেদের মধ্যের দূরত্ব দূর করার কাজ করছেন৷ যাতে তাঁদের নিয়ে গুজব আর না ছড়িয়ে পড়ে তার জন্য তাঁরা সচেষ্ট হয়েছেন৷ মাঠে একে অপরের সঙ্গে অনেক বেশি কথা বলছেন৷ তার পাশাপাশি শুধু মাঠেই নয়, মাঠের বাইরেও একাধিক জায়গায় তাঁরা একসঙ্গে সময় কাটাচ্ছেন৷ টি টোয়েন্টি সিরিজের একটি ম্যাচে বেশ কয়েক ওভার রোহিত অধিনায়কত্ব করেছেন৷ দু‘জনেই এখন চেষ্টা করছেন কোনও বিষয় আলাদা মত হলে তা নিয়ে আলোচনার মাধ্যমে সমাধানসূত্র খুঁজতে৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Indian Cricket Team, Ravi Shastri, Rohit Sharma, Virat Kohli