corona virus btn
corona virus btn
Loading

‘ভগবান বাঁচান ভারতীয় ক্রিকেটকে’ বিস্ফোরক ট্যুইট সৌরভের

‘ভগবান বাঁচান ভারতীয় ক্রিকেটকে’ বিস্ফোরক ট্যুইট সৌরভের
Photo - File

রাহুল দ্রাবিড়ের পাশে দাঁড়ালেন ‘দাদা’

  • Share this:

#কলকাতা : তাঁর একসময়ের সতীর্থ রাহুল দ্রাবিড়কেও  স্বার্থের সংঘাতের নোটিশ ধরাল ভারতীয় বোর্ড , আর এতেই বেজায় চটেছেন সৌরভ গঙ্গোপাধ্যায় ৷ এর আগে স্বার্থের সংঘাতের নোটিশ দেওয়া হয়েছিল সৌরভ, সচিন ,লক্ষ্মণকেও ৷ এবারে সেই একই নিশানায় রাহুল দ্রাবিড়ও ৷

বোর্ডের অভিযোগ দ্রাবিড় এনসিএ -র ডিরেক্টর পাশাপাশি তিনি ইন্ডিয়া সিমেন্টসের ভাইস প্রেসিডেন্ট ৷ এই  ইন্ডিয়া সিমেন্টসই আইপিএলে চেন্নাই সুপার কিংসের কর্ণধার ৷ এই বারেবারে স্বার্থের সংঘাতের নোটিশে বিরক্ত সৌরভ ৷ তিনি লিখেছেন ভারতীয় বোর্ড যেভাবে আচরণ করছে তাতে গোল্লায় যেতে চলেছে এই পরিচলন ব্যবস্থা ৷

Photo- AFP Photo- AFP

সৌরভ নিজের ট্যুইটে লিখতেন, ‘ ভারতীয় ক্রিকেটে এটা নয়া ফ্যাশন, স্বার্থের সংঘাত, খবরে থাকার জন্য এগুলোই করছে, ভগবান বাঁচান ভারতীয় ক্রিকেটকে , বিসিসিআই -র নীতি নির্ধারণ কমিটির আধিকারিকের থেকে নোটিশ পাচ্ছে  ৷’’

আরও পড়ুন - T20 সিরিজ জেতার পরেই ঋষভ পন্থকে নিয়ে বড় ঘোষণা বিরাট কোহলির

শুধু সৌরভই নন হরভজন সিং রীতিমতো বিরক্ত এই ঘটনায় তিনি ট্যুইট করেছেন, তিনি লিখেছেন, ‘‘ সত্যিই?? কোন দিকে যাচ্ছে কে জানে ভারতীয় ক্রিকেটে ওঁর চেয়ে ভালো কে আছে , এটা ওনাকে অপমান করা ৷ ক্রিকেটের উন্নতির জন্য ওঁকে দরকার ৷ ’’

আরও দেখুন
First published: August 7, 2019, 1:29 PM IST
পুরো খবর পড়ুন
अगली ख़बर