#মুম্বই : IPL 2020 শেষ হয়ে যাওয়ার পর জোরালো সম্ভবনা তৈরি হয়েছিল যে পরের মরশুমে অর্থাৎ আইপিএল ২০২১ -এ (IPL 2021) ১০ টি দল নিয়ে হবে টুর্নামেন্ট৷ মিডিয়া রিপোর্ট অনুযায়ি বিসিসিআই আইপিএলে নতুন দল ঢোকানোর প্রস্তাব আপাতত রদ করে দিয়েছে৷ যার ফলে আইপিএলের পরের মরশুমে আটটি দল নিয়েই হবে টুর্নামেন্ট৷
সর্বভারতীয় সংবাদ পত্র টাইমস অফ ইন্ডিয়া অনুযায়ি আইপিএল ২০২১-এ বিসিসিআই ৮ টি দল নিয়েই মেগা এই টুর্নামেন্ট আয়োজন করবে৷ ভারতীয় ক্রিকেট বোর্ড ২ টি নতুন দল সামিল করার প্রস্তাব বাতিল করে দিয়েছে৷ ২৪ ডিসেম্বর বিসিসিআই -র বার্ষিক সাধারণ সভায় এই নিয়ে সরকারি ভাবে সিদ্ধান্ত ঘোষণা হকে পারে৷ আসলে ২০২১ - এ আইপিএলে বিসিসিআই -রএকটা বড় অংশ আরও দুটি নতুন দল ঢোকানোর পক্ষে নয়৷
ইনসাইড স্পোর্টসে প্রকাশিত খবর অনুযায়ি বিসিসিআই -র আধিকারিক সূত্রে জানা গেছে, ‘২০২১ -এ আইপিএল দুটি নতুন দল ঢোকানোর জন্য হাতে খুব কম সময় রয়েছে৷ কারণ যেখানে নতুন ভাবে নিলাম হওয়ারও কথা রয়েছে৷ এরফলে প্রচুর কাজ ও সংময় খুব কম রয়েছে৷ এই অবস্থায় আইপিএলে নতুন দুটি দল ঢোকাতে হলে তা ২০২২ মরশুমেই সম্ভব হবে৷ ’
ইনসাইড স্পোর্টসে আরও বলা হয়েছে স্টার স্পোর্টসের সঙ্গে বিসিসিআইয়ের চুক্তি ২০২১ -এ শেষ হবে৷ এর জন্যেই ২০২২ এ আইপিএলের আয়োজন করা হতে পারে৷ কারণ আইপিএলে যদি ১০ দলের মাধ্যমে টুর্নামেন্ট আয়োজন হয় তাহলে তার ভ্যালু অনেকটাই বেড়ে যাবে৷ ১০ টি দলের মানে ৯৪ টি ম্যাচে টুর্নামেন্টে হবে৷ এই অবস্থায় তা হওয়া সম্ভব হবে না৷
রিপোর্ট অনুযায়ি আদানি গ্রুপ ও সঞ্জীব গোয়েঙ্কা আইপিএলের নবম দল কেনার দৌড়ে রয়েছে৷ আডানি অনেক আগেই আইপিএলে দল কেনার জন্য নিজেদের ইচ্ছা প্রকাশ করেছে৷ আহমেদাবাদে সবচেয়ে বড় ক্রিকেট স্টেডিয়াম বানানোর পর এটা তাদের এখন বড় ইচ্ছা৷ সেখানেই সঞ্জীব গোয়েঙ্কা যিনি দুই মরশুমের জন্য রাইজিং পুণে সুপার জায়ন্টের মালিক ছিলেন তিনি নতুন দলের টেন্ডার ডাকা হলে ফের একবার ময়দানে নামবেন৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।