#ইন্দোর: বৃহস্পতিবারহোলকার স্টেডিয়ামে শুরু হল ভারত বনাম বাংলাদশের প্রথম টেস্ট ৷ টসে জিতে বাংলাদেশ ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিলেও শুরুটা অবশ্য খুব একটা ভালো হয়নি বাংলার বাঘেদের ৷ মধ্যাহ্ন ভোজের বিরতিতে দলের স্কোর ৩ উইকেটে ৬৩ ৷
এদিকে বাংলাদেশকে টি-টোয়েন্টি সিরিজে ২-১ হারানোর পর এবার টিম ইন্ডিয়ার সামনে চ্যালেঞ্জ টেস্টেও নিজের দাপট বজায় রাখা ৷ বিশ্রাম থেকে ফিরে দলের সঙ্গে যোগ দিয়েছেন অধিনায়ক বিরাট কোহলি ৷ অন্যদিকে বাংলাদেশের এই টেস্ট ম্যাচে নতুন অধিনায়ক ৷ তরুণ মমিনুল হকের টেস্ট অধিনায়ক হিসেবে আত্মপ্রকাশ হল ইন্দোরেই ৷
টস জিতে বাংলাদেশ ভারতকে ফিল্ডিং করতে দিয়েছে ৷ দেখে নিন দুই দেশের প্রথম একাদশ ৷
ভারতীয় দল
Rohit Sharma, Mayank Agarwal, Cheteshwar Pujara, Virat Kohli (capt), Ajinkya Rahane, Ravindra Jadeja, Wriddhiman Saha (wk), R Ashwin, Ishant Sharma, Mohammad Shami, Umesh Yadav
বাংলাদেশ দল
Imrul Kayes, Shadman, Mohammad Mithun, Mominul Haque (capt), Mushfiqur Rahim, Mahmudullah, Liton Das, Mehidy Hasan Miraz, Taijul Islam, Abu jayed, Ebadot
দেখে নিন টসের সময়ের ভিডিওHere's the Playing XI of both sides #INDvBAN pic.twitter.com/xE2l78Rcin
— BCCI (@BCCI) November 14, 2019
1st Test: Bangladesh win the toss & will bat first #INDvBAN@Paytm pic.twitter.com/evS5ASGTHs— BCCI (@BCCI) November 14, 2019
এদিন বল হাতে তিন পেসারই একটি একটি করে নিয়েছেন ৷ উমেশ যাদব বাংলাদেশি ওপেনার ইমরুল কায়েশকে আউট করেন এরপর সাদমান ও মহম্মদ মিঠুনের উইকেট নেন যথাক্রমে ইশান্ত শর্মা ও মহম্মদ শামি ৷
২৮ বছরের মমিনুল অধিনায়ক হিসেবে দায়িত্ব নিয়ে প্রথম টেস্টে দায়িত্বের সঙ্গে খেলছেন ৷ মধ্যাহ্নভোজের সময় তিনি ২২ রানে অন্যদিকে অভিজ্ঞ মুশফিকুর ১৪ রানে ব্যাট করছেন ৷That will be Lunch on Day 1 of the 1st @Paytm #INDvBAN Test.
Bangladesh 63/3 https://t.co/0aAwHDwHed pic.twitter.com/6RSYgCyMlv— BCCI (@BCCI) November 14, 2019
আরও দেখুন