CAB-তে ফের ডালমিয়া যুগ, সবচেয়ে কম বয়সে প্রেসিডেন্ট হওয়ার নজির অভিষেক ডালমিয়ার, সচিব মহারাজের দাদা

CAB-তে ফের ডালমিয়া যুগ, সবচেয়ে কম বয়সে প্রেসিডেন্ট হওয়ার নজির অভিষেক ডালমিয়ার, সচিব মহারাজের দাদা
সিএবি প্রেসিডেন্ট হলেন অভিষেক ডালমিয়া, সচিব পদে এলেন স্নেহাশীষ গঙ্গোপাধ্যায়

সবচেয়ে কম বয়সে প্রেসিডেন্ট হওয়ার নজির করলেন অভিষেক ডালমিয়া

  • Share this:

#কলকাতা: নির্বাচন ছাড়াই সিএবি প্রেসিডেন্ট হলেন জগমোহন ডালমিয়ার পুত্র অভিষেক ডালমিয়া। সচিব পদে এলেন স্নেহাশীষ গঙ্গোপাধ্যায়। বৃহস্পতিবার বিকেল ৫টা পর্যন্ত ছিল মনোনয়ন দেওয়ার নির্ধারিত সময়। প্রেসিডেন্ট পদে অভিষেক আর সচিব পদে স্নেহাশীষ ছাড়া আর কোনও মনোনয়ন জমা পড়েনি নির্বাচনী অফিসার সুশান্ত রঞ্জন উপাধ্যায়ের কাছে। বিকেল ৫টার পর স্কুটিনি করা হয়। অভিষেক ও স্নেহাশীষের বিরুদ্ধে কোনও মনোনয়ন না পড়ায় সর্বসম্মতভাবে সিএবি প্রেসিডেন্ট পদে নির্বাচিত হলেন অভিষেক ডালমিয়া। অভিষেকের ছেড়ে যাওয়া সচিব পদে এলেন সৌরভ গঙ্গোপাধ্যায়ের দাদা স্নেহাশীষ। বৃহস্পতিবার নির্বাচন ছাড়াই অভিষেক ও স্নেহাশীষ নির্বাচিত হলেও সরকারিভাবে ঘোষণা করা হবে ৫ ফেব্রুয়ারি স্পেশাল জেনারেল মিটিংয়ের পর। প্রাক্তন প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায় বিসিসিআই প্রেসিডেন্ট পদে নিযুক্ত হওয়ার পর সিএবির প্রেসিডেন্ট পদ ফাঁকা হয়। তৎকালীন সচিব অভিষেক ডালমিয়া প্রেসিডেন্ট পদে মনোনয়ন দেওয়ায় সচিব পদটি খালি হয়। প্লেয়ারস স্ট্যাটাস কমিটি থেকে সিএবি-র এপেক্স কাউন্সিলে আশা স্নেহাশীষ গঙ্গোপাধ্যায় তখন সচিব পদের জন্য মনোনয়ন জমা দেন। সরস্বতী পুজোর দিন অভিষেক ডালমিয়া ও স্নেহাশীষ গঙ্গোপাধ্যায় নিজেদের মনোনয়ন জমা দেন।

প্রেসিডেন্ট পদে 2021 সেপ্টেম্বর পর্যন্ত থাকতে পারবেন অভিষেক ডালমিয়া। লোধা সুপারিশ অনুযায়ী তারপর কুলিং অফে যেতে হবে জগমোহন ডালমিয়ার পুত্রকে। তবে স্নেহাশীষ গঙ্গোপাধ্যায়ের জন্য থাকছে পূর্ণ মেয়াদ কাল। সিএবি বিরোধী গোষ্ঠীদেরও এই গুলিতে নামে কোনও আপত্তি ছিল না বলেই খবর। তবে বর্ষিয়ান কর্তা সমর পাল নাকি প্রেসিডেন্ট পদে দাঁড়ানোর একটা প্রাথমিক ইচ্ছে দেখিয়েছিলে। জগমোহন ডালমিয়ার সবসময় বিরোধী হিসেবে পরিচিত সমর পাল শেষপর্যন্ত মনোনয়ন জমা দেননি। সিএবিতে জল্পনা, বিরোধিতা করতে হবে বলেই নাকি তিনি দাঁড়াতে চেয়েছিলেন। তবে নিশ্চিত হার জেনেই সমর পাল দাঁড়াননি।

EERON ROY BARMAN
First published: January 30, 2020, 11:18 PM IST
পুরো খবর পড়ুন
अगली ख़बर