Home /News /sports /
ইডেনের আলো নিভে যাওয়ার পিছনে কি ‘সাবোতাজ’ ?

ইডেনের আলো নিভে যাওয়ার পিছনে কি ‘সাবোতাজ’ ?

আলো নেভেনি, নেভানো হয়েছে ! হ্যাঁ, শনিবার ইডেনের বাতিস্তম্ভ হঠাৎ নিভে যাওয়ার পিছনে এমন অভিযোগই উঠেছে সিএবি-তে ৷ অর্থাৎ এই ঘটনার পিছনে অন্তর্ঘাতের সম্ভাবনাই দেখছেন অধিকাংশ ৷

 • Pradesh18
 • Last Updated :
 • Share this:

  #কলকাতা: আলো নেভেনি, নেভানো হয়েছে ! হ্যাঁ, শনিবার ইডেনের ই-ব্লকের বাতিস্তম্ভ হঠাৎ করে  নিভে যাওয়ার পিছনে এমন অভিযোগই উঠেছে সিএবি-তে ৷ অর্থাৎ এই ঘটনার পিছনে অন্তর্ঘাতের সম্ভাবনাই দেখছেন অধিকাংশ ৷ খোদ সিএবি প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায় বলে দিয়েছেন, ‘সিসিটিভ ফুটেজ হাতে পেয়েছি ৷ পরিষ্কার সেখানে দেখা গিয়েছে একজন সুইচ অফ করছেন ৷ পুরো বিষয়টি ম্যানুয়ালি করা হয়েছিল, সিস্টেমে কোনও ভুল ছিল না ৷’’ এমন কাণ্ড যে টি২০ বিশ্বকাপ চলাকালীন ঘটতে পারে, তা আগেই আঁচ করেছিলেন সিএবি কর্তারা ৷ তাই সৌরভ গঙ্গোপাধ্যায়ের নির্দেশেই যেখান থেকে ফ্লাড লাইট নিয়ন্ত্রণ করা হয়, সেখানে সিসিটিভি বসানো হয়েছিল ৷ তবে আলো নেভার পিছনে আরেকটি কারণ হল সিইএসসি-র আলোয় খেলা হলেও ‘ইন্ডিয়ান ওভারসীজ’ নামের যে সংস্থার উপর ফ্লাডলাইট নিয়ন্ত্রণের দায়িত্ব দেওয়া হয়েছে, সেখানকার এক সত্তোর্ধ্ব কর্মী ‘সুইচ ওভার’ করতে ভুলে গিয়েছিলেন ৷ পরে আচমকা মনে পড়াতে সুইচ ওভার করতে গিয়েই হঠাৎ করে সেই চাপ নিতে পারেনি জেনারেটর ৷ তাতে প্রায় ১২ মিনিট খেলা বন্ধ থাকে ইডেনে ৷ এই ঘটনার তদন্ত করে মূল দোষীকে যে তাড়াতাড়ি ধরা হবে, সেকথাও শনিবার স্পষ্ট জানিয়ে দিয়েছেন সিএবি প্রেসিডেন্ট ৷

  First published:

  Tags: Cricket Association of Bengal, Eden Gardens, Floodlights off, Sabotage

  পরবর্তী খবর