Home /News /sports /
ইডেনে দিন-রাতের টেস্টের বিরতিতে HIV আক্রান্ত শিশুদের নিয়ে অনুষ্ঠান সিএবি-র

ইডেনে দিন-রাতের টেস্টের বিরতিতে HIV আক্রান্ত শিশুদের নিয়ে অনুষ্ঠান সিএবি-র

 • Share this:

  #কলকাতা: দেশে প্রথমবার দিন-রাতের টেস্ট ম্যাচ। তাকে স্মরণীয় করে রাখতে উদ্যোগী সিএবি। ম্যাচের বিরতিতে HIV আক্রান্ত শিশুদের নিয়ে ফান গেমের আয়োজন। ক্যান্সার সচেতনতা নিয়েও সিএবি-র ভাবনা রয়েছে।

  ভারতে প্রথম দিন-রাতের ম্যাচ দেখবে ইডেন। সেখানেই একগুচ্ছ চমক দিতে তৈরি সিএবি। ম্যাচের আগে মাঠে থাকছে কপ্টার শো। বুধবারই খবর ছিল, এই ম্যাচে থাকবে প্যারা ট্রুপারদের শো । এবার ম্যাচের বিরতিতে থাকছে অন্য ভাবনা। HIV আক্রান্ত শিশুদের নিয়ে মাটিতে ইডেনে হবে ফান গেম। বিদেশে হলেও, ভারতে এই উদ্যোগ প্রথম। সচেতনতা বাড়াতে ম্যাচের বিরতিতে খেলবে HIV আক্রান্ত শিশুরা। ক্রিকেটারদের সঙ্গে টসের সময়ও দেখা যেতে পারে তাদের। এর সঙ্গে ইডেনে থাকছে HIV আক্রান্তদের খাবারের বিশেষ স্টল। এই নিয়ে বিসিসিআই-এর অনুমতি চেয়েছে সিএবি।

  পিঙ্ক শুধু বলের রং নয়। পিঙ্ক সচেতনতারও রং। ব্রেস্ট ক্যান্সারের বিরুদ্ধে সচেতনতা বাড়াতে গোলাপি রংকেই বেছে নিয়েছে বিশ্ব। অস্ট্রেলিয়াতে হয় পিঙ্ক টেস্ট। এবার ইডেনের ম্যাচও গড়াবে গোলাপি ইডেনে ভারত-বাংলাদেশ টেস্ট ম্যাচের টিকিটের নকশা তৈরি। টিকিটে রয়েছে আইসিসির টেস্ট চ্যাম্পিয়নশিপের লোগোতেও গোলাপি আভা। দুই বাংলার সংস্কৃতিকে মেলাতে চান বিসিসিআই প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায়। তাই ম্যাচের প্রথমদিন থাকছে সাংস্কৃতিক অনুষ্ঠান। পারফর্ম করবেন রুনা লায়লা। থাকতে পারেন উষা উত্থুপ, শ্রেয়া ঘোষালরা। থাকবেন সানিয়া মির্জা।

  First published:

  Tags: Day Night Test, Eden Gardens

  পরবর্তী খবর