#জামাইকা : ওয়েস্টইন্ডিজের অলরাউন্ডার আন্দ্রে রাসেল এবার সুখবর দিচ্ছেন ৷ বাবা হচ্ছেন ক্যারিবিয়ান এই তারকা ৷ জেসমি লরা প্রথম সন্তানের জন্ম দিতে চলেছেন ৷ তারা সকলকে এই সুখবর দিয়েছেন ৷ ভিডিওবার্তায় তিনি এক অনন্য স্টাইলে এই খবর দিয়েছেন ৷
৩১ বছরের জামাইকান জানিয়েছেন তাদের প্রথম সন্তান ছেলে না মেয়ে সেটাও জানিয়েছেন তারকা ক্রিকেটার ৷
সেলিব্রেশন ছিল জমজমাট ৷ এখানেও ক্রিকেট ৷ জেসমি লরা একটা বড় বল নিয়ে রয়েছেন ৷ আর ব্যাট হাতে রয়েছেন আন্দ্রে রাসেল ৷ তাঁকে বল করতেই ব্যাট দিয়ে একেবারে শট হাঁকালেন তিনি ৷
হ্যাঁ বল থেকে বেরিয়ে এল এক মুঠো গোলাপি আবির ৷ মেয়ে হতে চলেছে আন্দ্রে রাসেলের ৷ তাই বেবি রাসেল হচ্ছে গার্ল বেবি রাসেল ৷ আর সুস্থ সন্তানের ভূমিষ্ঠ হওার অপেক্ষায় দিন গুনছেন রাসেল দম্পতি ৷
আরও দেখুননিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Andre Russell, Viral Video, আন্দ্রে রাসেল, ভাইরাল ভিডিও